Advertisement
Advertisement
Qutb Minar

কুতুব মিনারের নাম বদলে রাখতে হবে বিষ্ণু স্তম্ভ, বিক্ষোভ শুরু হিন্দুত্ববাদীদের

এর আগেও রাজধানীতে মোঘল শাসকদের নামের রাস্তা বদলানোর দাবি তুলেছে বিজেপি।

Hindu groups demand Qutb Minar be renamed to Vishnu Stambh। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:May 10, 2022 3:07 pm
  • Updated:May 10, 2022 3:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুতুব মিনারের (Qutb Minar) নাম বদলে রাখতে বিষ্ণু স্তম্ভ। এমনই দাবি তুলল হিন্দুত্ববাদীরা। আর এই দাবিতে মঙ্গলবার কুতুব মিনারের কাছে বিক্ষোভও দেখাল হিন্দুত্ববাদী সংগঠন মহাকাল মানবসেবা প্রোটেস্ট। বিক্ষোভে অংশ নেয় আরও কয়েকটি সংগঠন।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনার পারদ চড়তে থাকে ওই এলাকায়। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারীরা সেখানে উপস্থিত থেকে স্লোগান দিতে থাকেন।

Advertisement

[আরও পড়ুন: বাস্তবের ‘টয়লেট: এক প্রেমকথা’, শ্বশুরবাড়িতে শৌচাগার না থাকায় আত্মহত্যা গৃহবধূর]

প্রসঙ্গত, সম্প্রতি দিল্লি বিজেপি (BJP) দাবি তুলেছে রাজধানীর আকবর রোড, হুমায়ুন রোড, ঔরঙ্গজেব লেন, তুঘলক লেনের মতো সড়কের নাম বদলে দেওয়া হোক। উত্তর দিল্লির পুরসভার চেয়ারম্যানকে এক চিঠিতে দিল্লির বিজেপি সভাপতি আদেশ গুপ্ত এই দাবি জানিয়েছেন। তাঁর দাবি ওই সড়কগুলির নাম বদলে মহারানা প্রতাপ, গুরু গোবিন্দ সিং, মহর্ষি বাল্মিকী ও জেনারেল বিপিন রাওয়াতের নামে রাখা হোক। এর মধ্যে এবার নতুন করে যুক্ত হল কুতুব মিনারের নাম বদলে দেওয়ার দাবিও।

সাম্প্রতিক অতীতে কুতুব মিনারকে ঘিরে অন্য বিতর্কও হয়েছে। সেখানে অবস্থিত ২৭টি মন্দির আবার নতুন করে নির্মাণের দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। কট্টর হিন্দুত্ববাদী দলের জাতীয় মুখপাত্র বিনোদ বনসলকে এমনই দাবি করতে দেখা গিয়েছে। দ্বাদশ শতাব্দীতে নির্মিত কুতুব মিনার নিয়ে বিতর্ক কিন্তু আজকের নয়। এর আগেও দিল্লির সাকেত আদালতে দায়ের হয়েছিল তিনটি মামলা। তাতে আরজি জানানো হয়েছিল ওই মন্দির পুনর্নির্মাণ করার। কিন্তু আদালতে সেই তিন আরজিই খারিজ হয়ে গিয়েছিল।

[আরও পড়ুন: পাঞ্জাব পুলিশের গোয়েন্দা দপ্তরে বিস্ফোরণ, জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী]

বলে রাখা ভাল, ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’-এর অন্তর্গত কুতুব মিনার। ইঁটের তৈরি মিনারের মধ্যে এটিই বিশ্বের দীর্ঘতম মিনার। দৈর্ঘ্য ৭২.৫ মিটার। এখানে রয়েছে ৩৭৯টি ঘোরানো সিঁড়ি। ইতিহাস থেকে জানা যায়, কুতুবুদ্দিন আইবক এই মিনার তৈরি করিয়েছিলেন। দাবি, এখানে মোট ২৭টি মন্দির ছিল। তার মধ্যে অন্যতম জৈন তীর্থঙ্কর ভগবান ঋষভ দেবের উপাসনাস্থল-সহ ভগবান বিষ্ণু, গণেশ, শিব, সূর্য, হনুমান, দেবী গৌরীর মন্দির।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement