সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দুদের উপর আলটপকা মন্তব্য করে বিতর্কে জড়ালেন গুলাম নবি আজাদ৷ শীর্ষ এই কংগ্রেস নেতা বলেন, ”আগে যত সংখ্যক হিন্দু নেতারা আমাকে ভোটের প্রচারে বা জনসভায় বক্তব্য রাখতে আমন্ত্রণ জানাতেন, এখন তার সিকিভাগও আমন্ত্রণ আসে না৷ কারণ তাঁরা ভয় পান৷ গত চার বছরে দেশের সামাজিক পরিবেশে অনেক পরিবর্তন ঘটেছে৷ যার ফলে মানুষের মনেরও পরিবর্তন ঘটেছে৷” আজাদের এই বক্তব্য প্রকাশ্যে আসার পরেই তাঁর সমালোচনায় মুখর হয়েছে বিজেপি৷ হিন্দুদের খাটো করার জন্যই এমন মন্তব্য করেছেন বলে অভিযোগ করে গেরুয়া শিবির৷
[রাম মন্দির তৈরিতে সুনির্দিষ্ট আইন হোক, কেন্দ্রকে আরজি মোহন ভাগবতের]
সম্প্রতি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে বক্তব্য পেশের জন্য আমন্ত্রণ জানান হয়েছিল গুলাম নবি আজাদকে৷ সেখানেই এই বিতর্কিত মন্তব্য করেন তিনি৷ পরিসংখ্যান দিয়ে নিজের বক্তব্যকে প্রতিষ্ঠা করতে চান এই শীর্ষ কংগ্রেস নেতা৷ জানান, ”আগে ৯৫ শতাংশ হিন্দু নেতা ও ৫ শতাংশ মুসলিম নেতা তাঁদের নির্বাচনী প্রচারে আমাকে আমন্ত্রণ জানাতেন৷ গত চার বছরে পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে৷ সংখ্যাটা এখন অনেকটাই কমে এসেছে৷ বর্তমানে মাত্র ২০ শতাংশ হিন্দু নেতা আমাকে তাঁদের নির্বাচনী প্রচারের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পাঠান৷ এখন তাঁরা আমাকে আমন্ত্রণ জানাতে ভয় পান৷” গুলাম নবি আজাদের এহেন মন্তব্যই কংগ্রেসকে বেকায়দায় ফেলেছে৷ তাঁদের সমালোচনায় বিদ্ধ করতে শুরু করেছে বিজেপি৷ এই মন্তব্যের দ্বারা আসলে গুলাম নবি আজাদ হিন্দুদের অপমান করতে চেয়েছেন বলে অভিযোগ করেছেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র৷
[জাতীয় প্রতীকের অপব্যবহারের অভিযোগ, প্রধানমন্ত্রী-জুকারবার্গের বিরুদ্ধে মামলা]
তাঁর অভিযোগের আঙুল কেবলমাত্র গুলাম নবি আজাদের দিকেই ওঠেনি৷ পাশাপাশি, আরও এক শীর্ষ কংগ্রেস নেতা শশী থারুরেরও সমালোচনা করেন তিনি৷ বলেন, ” ভাল-হিন্দু, খারাপ-হিন্দুর ফারাক টেনে ইচ্ছাকৃত ভাবে হিন্দুদের অপমান করতে চাইছেন কংগ্রেস নেতারা৷” এখানেই শেষ নয়, আলিগড় বিশ্ববিদ্যালয়ে জিন্নার ছবির প্রদর্শনী নিয়েও মুখ খোলেন বিজেপি মুখপাত্র৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.