Advertisement
Advertisement
অসমের মুখ্যমন্ত্রী

‘মুখ্যমন্ত্রী হওয়ার লোভে বিজেপিকেও ধ্বংস করছে হিমন্ত’, বিস্ফোরক বদরুদ্দিন আজমল

বিজেপি ভারতীয় মুসলিমদের কীটপতঙ্গ মনে করে বলেও দাবি তাঁর।

Himanta Biswa Sarma wants to become CM, eating up BJP: Badruddin Ajmal
Published by: Soumya Mukherjee
  • Posted:January 12, 2020 4:50 pm
  • Updated:January 12, 2020 4:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমের মুখ্যমন্ত্রী হওয়ার লালসায় বিজেপিকে ভিতর থেকে ধ্বংস করছেন হিমন্ত বিশ্বশর্মা। শনিবার এই অভিযোগই করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (AIUDF) প্রধান বদরুদ্দিন আজমল। সম্প্রতি একটি জনসভায় নাগরিকত্ব আইনের বিরোধীদের আক্রমণ করেন অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বলেন, ‘বিক্ষোভকারীদের বোঝা উচিত যে রাজ্যের মূল্য সমস্যা হল আজমল গ্যাং। মোদি কিংবা সর্বানন্দ সোনোয়াল অথবা হিমন্ত বিশ্বশর্মা নন। অসমের মানুষ যদি নিজেদের বন্ধু ও শত্রুকে চিনতে না শেখে তাহলে বদরুদ্দিন আজমল একদিন মুখ্যমন্ত্রীর আসনে বসবেন।’

শনিবার এর উত্তর দিতে গিয়ে হিমন্ত বিশ্বশর্মার চুড়ান্ত সমালোচনা করেন AIUDF প্রধান। কটাক্ষ করে বলেন, ‘উনি এমন একজন রাজনৈতিক বিশেষজ্ঞ যিনি কোনও রাজনৈতিক দল জিতবেন না হারবেন তা বলতে পারেন। আমি ধন্য যে তিনি আমার আর্শীবাদ করেছেন। আমার জন্য তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার স্বপ্ন দেখা ছেড়ে দিচ্ছেন শুনে খুব দুঃখ পেয়েছি। আসলে একজন মুসলিম মুখ্যমন্ত্রী হতে পারে এই খবর ছড়িয়ে হিন্দু ভাইদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে বিজেপি। মানুষের মনে ভয় ধরিয়ে ভোট পেতে চাইছে।’

Advertisement

[আরও পড়ুন: ভারতীয় মালবাহকের মুণ্ডচ্ছেদে অভিযুক্ত পাক সেনা, বদলার হুমকি নারাভানের ]

 

এরপরই বিজেপি মুসলিমদের ভারতীয় নাগরিক মনে করে না বলে অভিযোগ তোলেন আজমল।  ক্ষোভপ্রকাশ করে বলেন, ‘এদেশে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের মানুষকে কীটপতঙ্গ মনে করে ওরা। বিজেপির শাসনকালে উত্তরপ্রদেশ-সহ দেশের বিভিন্ন প্রান্তে মুসলিমদের ওপর অকথ্য অত্যাচারের অনেক ঘটনা ঘটেছে। কিন্তু, পুলিশ দোষীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। আর বর্তমানে দেশের ৯০ শতাংশ মানুষ সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করলে সরকার তা বুঝতে চাইছে না। আসলে ওরা ঠান্ডা ঘরে থাকে বলে দেশে যে আগুন জ্বলছে তা বুঝতে পারছে না। আজ ক্ষমতায় থাকলেও ভবিষ্যতে যে পাশা পুরো উলটে যেতে তা নিয়ে চিন্তা করছে না। আশাকরি ঝাড়খণ্ডের মতো দিল্লির মানুষও তাদের এই অহংকারের উপযুক্ত জবাব দেবে।’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement