Advertisement
Advertisement
Himanta Biswa Sarma

আরএসএসের জ্বলন্ত খাকি শর্টসের ছবি পোস্ট কংগ্রেসের, পালটা নেহরুর হাফপ্যান্ট পরা ছবি দিলেন হিমন্ত

'এতেও আগুন দেবেন নাকি?' খোঁচা হিমন্তর।

Himanta Biswa Sarma reacted to Congress's post where the party posted a picture of burning khaki shorts। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 14, 2022 2:49 pm
  • Updated:September 14, 2022 4:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিস্ফোরক হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। সোমবার কংগ্রেস (Congress) একটি টুইট করেছিল যেখানে আরএসএসের (RSS) খাকি শর্টসে আগুন লাগার ছবি ছিল। দেশকে বিজেপি-আরএসএসের হাত থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেওয়া ওই পোস্টের জবাব দিলেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি পালটা নেহরুর (Jawaharlal Nehru) হাফপ্যান্ট পরা ছবি পোস্ট করে সেটিতেও আগুন লাগিয়ে দেওয়ার আরজি জানিয়ে কটাক্ষ করলেন শতাব্দী প্রাচীন দলটিকে।

সোমবার কংগ্রেসের তরফে করা পোস্টে দেখা যায় একটি খাকি শর্টসের প্রান্তে জ্বলে উঠেছে আগুন। সেই সঙ্গে পোস্টটিতে লেখা হয় ‘দেশকে ঘৃণার শিকল থেকে মুক্ত করতে হবে এবং বিজেপি-আরএসএসের করা ক্ষতি থেকে বাঁচাতে হবে। ধাপে ধাপে আমরা আমাদের আমাদের লক্ষ্যে পৌঁছব।’

Advertisement

[আরও পড়ুন: সীমান্তে গরুপাচার রোখার দায় বিএসএফের, স্থায়ী কমিটিতে তৃণমূলের পাশাপাশি সরব বিজেপিও]

এই পোস্টের জবাবেই তীব্র খোঁচা দিলেন হিমন্ত। তিনি টুইটারে পোস্ট করেছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একটি ছবি। সেখানে তাঁকে হেঁটে যেতে দেখা যাচ্ছে। পরনে হাফপ্যান্ট। সেই সঙ্গে পোস্টটিতে অসমের মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আপনারা কি এটিতেও (হাফপ্যান্ট) আগুন লাগাবেন…’ এরপর কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’কে খোঁচা দিয়ে তিনি লেখেন ‘ভারত তোড়ো যাত্রী’। তাঁর খোঁচা থেকে পরিষ্কার, দেশভাগের জন্য নেহরুকে দায়ী করছেন তিনি।

উল্লেখ্য, নেহরুকে অবশ্য আরএসএসের খাকি শর্টসে দেখা যাচ্ছে না ওই ছবিতে। ওই পোশাক আসলে কংগ্রেসের সেবা দলের। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের ধারণা তেমনই। কংগ্রেসের ওই পোস্ট নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন বিজেপি মুখপাত্র সম্বিৎ পাত্রও। তাঁর কথায়, ”আমি রাহুল গান্ধীর কাছে জানতে চাই, উনি কি দেশে হিংসা ছড়াতে চাইছেন?”

গত সপ্তাহ থেকে শুরু হয়েছে কংগ্রেসের ভারত জোড়ো (Bharat Jodo) যাত্রা। এরপর থেকেই লাগাতার আক্রমণ চালাচ্ছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই রাহুলের ৪১ হাজারি টি-শার্ট নিয়ে খোঁচা মারতে দেখা গিয়েছে বিজেপিকে। এক বিতর্কিত খ্রিস্টান যাজকের সঙ্গে রাহুলের সাক্ষাৎ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে, ‘ভারত বিদ্বেষী’ ওই যাজকের সঙ্গে কেন দেখা করলেন কংগ্রেস নেতা? ভারত জোড়ো যাত্রা, নাকি ‘ভারত তোড়ো’ যাত্রা করতে চাইছে শতাব্দী প্রাচীন দলটি। এবার খাঁকি শর্টস নিয়ে তুঙ্গে বিতর্ক।

[আরও পড়ুন: জলপথে ২০০ কোটি টাকার মাদক পাচারের চেষ্টা, গুজরাটে আটক ছয় পাকিস্তানি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement