ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজ নিয়ম করে সোশাল মিডিয়ায় ভগবত গীতা থেকে একটি করে শ্লোক সোশাল মিডিয়ায় পোস্ট করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সেই সঙ্গে পোস্ট করেন সেই শ্লোকের অসমীয়া তর্জমাও। সেটা করতে গিয়ে এবার বিরাট বিতর্কে হিমন্ত। নিজেকে হিন্দুত্বের পোস্টার বয় হিসাবে তুলে ধরার চেষ্টা করতে থাকা অসমের মুখ্যমন্ত্রী গীতার শ্লোকের একেবারে ভুল মানে বের করলেন। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।
সম্প্রতি গীতার ১৮তম অধ্যায় থেকে ৪৪ নম্বর শ্লোকটি পোস্ট করেছিলেন হিমন্ত। ওই শ্লোকটির যে অসমীয়া তর্জমা পোস্ট করা হয় হিমন্তর হ্যান্ডেলে সেটি রীতিমতো বিকৃত এবং বিভ্রান্তিকর। ওই শ্লোকের মানে হিসাবে অসমের মুখ্যমন্ত্রী লেখেন, বৈশ্যদের কাজ চাষবাস করা, গোসেবা করা এবং ব্যবসা করা। আর ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যদের সেবা করায় শূদ্রদের পবিত্র কর্তব্য।” হিমন্তের ওই পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়ে যায়। অসমের মুখ্যমন্ত্রীকে কোণঠাসা করতে আসরে নামে কংগ্রেস-সহ বিরোধীরা।
চাপে পড়ে ওই পোস্ট ডিলিট করেছেন হিমন্ত বিশ্বশর্মা। তাঁর দাবি, ওই পোস্টটি তিনি নিজে করেননি। করেছেন তাঁর সোশাল মিডিয়া টিমের একজন। ভুল বুঝতে পারা মাত্রই পোস্টটি ডিলিট করা হয়েছে। হিমন্ত বলছেন,”আমি এ পর্যন্ত ৬৬৮টি শ্লোক পোস্ট করেছি। এই ধরনের ভুল প্রথম। দেখা মাত্রই সেটা সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছি।”
যদিও পোস্ট ডিলিট করলেও বিতর্ক এড়াতে পারছেন না অসমের মুখ্যমন্ত্রী। আসাদউদ্দিন ওয়েইসির মতো বিরোধীরা বলছেন, “সাংবিধানিক পদে থেকেও এই ধরনের পোস্ট। এতে বোঝা যায়, এদের মানসিকতা কী ধরনের।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.