Advertisement
Advertisement

Breaking News

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, আটকে বহু পর্যটক

সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার৷

Himachal: Schools of 8 districts to remain close tomorrow
Published by: Kumaresh Halder
  • Posted:September 24, 2018 9:51 am
  • Updated:September 24, 2018 9:51 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল৷ টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হিমাচল প্রদেশের আটটি জেলা৷ আগামী দু‌’দিন বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অফিস৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা পরিস্থিতির উপর শুরু হয়েছে নজরদারি৷ বিপর্যস্ত আট জেলায় বিশেষ সতর্কতা জারি হয়েছে৷ ভারতীয় বায়ুসেনা ও বিপর্যয় মোকাবিলা দলকে উদ্ধারকাজে হাত লাগাতে রাজ্যের তরফে আরজি জানানো হয়েছে৷ মঙ্গলবার পর্যন্ত সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হিমাচল সরকার৷ প্রবল বৃষ্টিতে সিমলা ও মানালিতে আটকে পড়েছেন বহু পর্যটক৷ আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে শুরু হয়েছে অভিযান৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টার বৃষ্টিতে এখনও পর্যন্ত কুলু, কিন্নাড়, চামবা, কাংগ্রা, বিলাসপুর, সিরামৌর, মন্ডি ও সিমলায় বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা৷ জলের তোড়ে ভেসে গিয়েছে একাধিক রাস্তা৷ মাটি ধসে বন্ধ সড়ক যোগাযোগও৷ ধ্বসের জেরে বন্ধ ৩ নম্বর জাতীয় সড়ক৷ পাহাড় থেকে নামার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে পড়ায় সিমলায় আটকে বহু পর্যটক৷

টানা বৃষ্টিতে ইতিমধ্যেই ফুঁসতে শুরু করেছে হিমাচলের সমস্ত পাহাড়ি নদী৷ লাফিয়ে বাড়ছে নদীর জল৷ ফলে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি৷ সঙ্গে একাধিক জায়গায় নেমেছে ধস৷ একদিকে পাহাড়ি নদীর তাণ্ডব, অন্যদিকে ধসের জেরে বিপন্ন হিমাচল প্রদেশের সাধারণ নগরজীবন৷ পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগে স্থানীয়দের নিরাপদস্থানে আশ্রয় নিতে আরজি জানিয়েছে প্রশাসন৷ সিমলা ও মানালিতে আটকে পড়েছেন বহু পর্যকট৷ পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে শুরু হয়েছে অভিযান৷ রাজ্যের আবেদনে সারা দিয়ে এখনও পর্যন্ত ১৯ জনকে আকাশ পথে উদ্ধার করেছে  ভারতীয় বাসুসেনা৷ দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ পাঠানোর কাজও শুরু হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement