আনলকের চতুর্থ দফাতেও দেশে বেলাগাম সংক্রমণ। ভারতে এই মুহূর্তে মহামারীতে আক্রান্ত ৫১ লক্ষ ১৮ হাজার ২৫৪ জন। মৃত্যু হয়েছে ৮৩ হাজার ১৯৮ জনের। রাজ্যে মোট আক্রান্ত ২ লক্ষ ১৫ হাজার ৬৩০ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪,১৮৩ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:
রাত ১১: কোভিড আবহে পর্যটন শিল্পে বড় লোকসান। ক্ষতে প্রলেপ দিতে পর্যটন ক্ষেত্রকে ৪০০০ কোটি টাকা সাহায্য ঘোষণা হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের।
Chief Minister Jai Ram Thakur said on Thursday that the state government is trying to provide relief to the tourism industry in Himachal Pradesh that has suffered a loss of around Rs 4,000 crore.
রাত ১০.২০: আন্দামান ও নিকোবরে গত ২৪ ঘণ্টায় ১১জনের শরীরে মিলল করোনার জীবাণু। এ নিয়ে মোট করোনা পজিটিভ ৩৬০৪।
11 new #COVID19 cases reported in Andaman and Nicobar taking the total number of cases to 3,604 including 52 deaths and 174 active cases: Andaman and Nicobar Administration pic.twitter.com/JBNPqvepFF
— ANI (@ANI) September 17, 2020
রাত ৯.৫৪: অনুমতির অপেক্ষা। সব ঠিক থাকলে নভেম্বরেই রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক-V হাতে পাবে ভারত। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানালেন রুশ সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধা ভারতীয় সংস্থা ডঃ রেড্ডি ল্যাবের ম্যানেজিং ডিরেক্টর জিভি প্রসাদ।
রাত ৯.৪৩:মাস্ক না পরে, সামাজিক দূরত্ব বজায় না রেখে কেরলে বিক্ষোভ বিরোধীদের। ১৬২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের, জানালেন মুখ্যমন্ত্রী বিজয়ন।
1629 cases registered for not wearing masks and for violating social distancing norms during these protests: Kerala Chief Minister Pinarayi Vijayan. https://t.co/cuiwvbyG8d
— ANI (@ANI) September 17, 2020
রাত ৯.২৮: হিমাচল প্রদেশে নতুন করে ১০৮ জনের শরীরে মিলল করোনার জীবাণু।
Himachal Pradesh records 108 new #COVID19 cases today, taking the total positive cases in the state to 11,190 so far, including 4,144 active cases, 6,919 recoveries and 96 deaths: State Health Department pic.twitter.com/OxjGJrlxlw
— ANI (@ANI) September 17, 2020
রাত ৯.১৫: বাগে আসছে না করোনা সংক্রমণ। নতুন করে মুম্বইতে ১৪৪ ধারা জারি পুলিশের। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে নিষেধাজ্ঞা, জানালেন মুম্বই পুলিশের ডিসিপি।
রাত ৯: দিল্লির এক হাসপাতালে শুধু ছোটদের জন্য তৈরি কোভিড ওয়ার্ড। আইসোলেশনে থাকার পাশাপাশি তাঁরা খেলাধূলাও করতে পারবে সেখানে।
Delhi: A #COVID19 ward for children was inaugurated at Lok Nayak Jai Prakash Narayan Hospital today. Hospital’s MD says, “It’s a unique concept in public sector hospitals where children can play, watch TV, paint inside hospital & be happy. It will be helpful in recovery.” pic.twitter.com/sjOLBMUDBg
— ANI (@ANI) September 17, 2020
রাত ৮.২৭: ইংল্যান্ডে কোভিড গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। দ্বিতীয় ধাক্কার আশঙ্কা। ‘খুব জটিল পরিস্থিতি’, ইউরোপকে সাবধান করল WHO.
রাত ৮.২৪: বাংলায় করোনা সংক্রমণে স্বস্তি নেই। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১৯৭, মৃত্যু হয়েছে ৬০ জনের।
West Bengal reports 3,197 new #COVID19 cases and 60 deaths today, taking total cases to 2,15,580 including 1,87,061 discharges, 24,336 active cases and 4,183 deaths: State Health Department pic.twitter.com/DkImgqrvGp
— ANI (@ANI) September 17, 2020
রাত ৮. ০৮: কর্ণাটকে নতুন করে আক্রান্ত ৯, ৩৬৬ জন।
Karnataka reported 9,366 new COVID-19 cases, 7,268 discharges and 93 deaths today, taking total number of cases to 4,94,356 including 1,03,631 active cases, 3,83,077 discharges and 7,629 deaths: State Health Department pic.twitter.com/U0ESAGaavh
— ANI (@ANI) September 17, 2020
সন্ধে ৭. ৪০: পাঞ্জাবে নতুন করে করোনা আক্রান্ত ২, ৮৯৬ জন।
Punjab reports 2,896 new #COVID19 cases and 57 deaths today, taking the total number of cases to 90,032 including 65,818 recoveries, 21,568 active cases and 2,646 deaths: State Health Department pic.twitter.com/GPrNu0NPsF
— ANI (@ANI) September 17, 2020
সন্ধে ৭. ০৪: হাসপাতাল থেকে ছাড়া পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Union Home Minister Amit Shah (in file pic) discharged from AIIMS Delhi: Sources
He was discharged from the hospital after post-COVID care on August 30 and was admitted again for a complete medical checkup on September 13. pic.twitter.com/TLxd7KUzVX
— ANI (@ANI) September 17, 2020
সন্ধে ৭টা: জম্মু ও কাশ্মীরে নতুন করে ১৪৬৭ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেল।
1,467 new #COVID19 cases reported in Jammu and Kashmir today; 785 from Jammu division and 682 from Kashmir division. Total number of cases now at 59,711 including 20,239 active cases, 38,521 recoveries and 951 deaths: Govt of Jammu and Kashmir pic.twitter.com/ikuSnX75tw
— ANI (@ANI) September 17, 2020
সন্ধে ৬.৩৫: তামিলনাড়ুতে ফের আক্রান্ত ৫৫৬০ জন। মারা গিয়েছেন ৫৯।
5,560 new #COVID19 cases, 5,524 discharges and 59 deaths reported in Tamil Nadu today. Total number of cases now at 5,25,420 including 46,610 active cases, 4,70,192 discharges and 8,618 deaths: State Health Department pic.twitter.com/ZYwklxEOxk
— ANI (@ANI) September 17, 2020
সন্ধে ৬.২০: কেরলে নতুন করে আক্রান্ত ৪,৫৩১ জন। মৃত আরও ১০।
4,531 new #COVID19 cases and 10 deaths reported in the state today. The number of active cases now at 34,314: Kerala CM Pinarayi Vijayan (File pic) pic.twitter.com/RXcJrCHslT
— ANI (@ANI) September 17, 2020
সন্ধে ৬.১০: রোগী সুরক্ষা দিবস (Patient Safety Day) উপলক্ষে ইন্ডিয়ান মেডিক্যাল গ্র্যাজুয়েটদের দক্ষতা বৃদ্ধির জন্য অনলাইন কোর্স করল আইসিএমআর।
Indian Council of Medical Research (ICMR) launched an online course on Prescribing Skills for Indian Medical Graduates (pursuing or completed internship) today, on the occasion of Patient Safety Day: ICMR pic.twitter.com/Uga5kkIkvt
— ANI (@ANI) September 17, 2020
বিকেল ৫. ২৫: গত ২৪ ঘণ্টায় করোনাকে পরাস্ত করে ঘরে ফিরলেন মিজোরামের ১০ জন।
10 more discharges reported till 5 pm in Mizoram today. #COVID19 tally in the state rises to 1506, including 949 discharges. Active cases stand at 557: Department of Information and Public Relations, Government of Mizoram pic.twitter.com/T1GN5JBDDY
— ANI (@ANI) September 17, 2020
বিকেল ৫. ১৪: করোনায় প্রয়াত রাজ্যসভার সাংসদ অশোক গাস্তি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বিকেল ৫. ০০: করোনা আক্রান্ত রাজ্যের মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন। মাথাভাঙার বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন তিনি।
বিকেল ৪.০০: কেন্দ্রের কাছে মহারাষ্ট্রের বকেয়া ২৫ হাজার কোটি টাকা। তাহলে কীভাবে করোনার বিরুদ্ধে লড়াই করা হবে? প্রশ্ন শিব সেনা সাংসদের।
Maharashtra has Rs 25,000 crores of dues from the Centre that they are not ready to give. How will we fight against #COVID19?: Shiv Sena MP Sanjay Raut https://t.co/212R7UMdtp pic.twitter.com/6Iic6UKs51
— ANI (@ANI) September 17, 2020
দুপুর ৩. ০০: পুদুচেরিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২১, ৪২৮।
#COVID19 tally in Puducherry rises to 21,428, including 16,253 recoveries and 431 deaths. Active cases stand at 4,744: Government of Puducherry pic.twitter.com/MlKh4NVMlX
— ANI (@ANI) September 17, 2020
দুপুর ২.১০: করোনাযুদ্ধে অনেকটা সফল হয়েও কর্মক্ষেত্রে সবচেয়ে বড় মন্দার মুখে নিউজিল্যান্ড, উদ্বেগ প্রকাশ সাম্প্রতিক রিপোর্টে।
দুপুর ১.১৮: হিমাচল প্রদেশে আক্রান্ত আরও ৭৭ জন।
Himachal Pradesh records 77 new #COVID19 cases today, taking the total positive cases in the state to 10,886 so far, including 4,143 active cases, 6,620 recoveries and 94 deaths: State Health Department pic.twitter.com/6LyZ6Do5tQ
— ANI (@ANI) September 17, 2020
দুপুর ১.১৪: মহারাষ্ট্রে আক্রান্ত আরও ৩৬৪ জন পুলিশকর্মী। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ জনের।
364 police personnel of Maharashtra Police tested positive for #COVID19 & 4 died in the last 24 hours, taking the total number of infections in the state force to 20,367 including 3,796 active cases, 16,363 recovered cases and 208 deaths: Maharasthra Police pic.twitter.com/pgfVTlDvRa
— ANI (@ANI) September 17, 2020
বেলা ১২.২১: করোনা আক্রান্ত অভিনেত্রী রাজেশ্বরী সচদেব।
বেলা ১২: অক্টোবরে খুলছে না সিনেমা হল, গুজব উড়িয়ে জানাল কেন্দ্র।
বেলা ১১.৩৫: ওড়িশায় আক্রান্ত আরও ৪ হাজার ২৪১ জন।
4,241 new #COVID19 cases, 4,121 recoveries and 13 deaths reported in Odisha in the last 24 hours. The total number of cases rise to 1,67,161 including 1,29,859 recoveries, 36,580 active cases and 669 deaths: State Health Department
— ANI (@ANI) September 17, 2020
সকাল ১০.৪০: রাজস্থানে কোভিড আক্রান্ত ছাড়াল ১ লক্ষের গণ্ডি।
The total number of COVID19 cases in Rajasthan rises to 1,08,494 with 814 fresh cases reported today till 10.30am. The numbers of active and recovered patients are 17,838 and 89,370; death toll 1286: State Health Department pic.twitter.com/RMIdTzl5Jj
— ANI (@ANI) September 17, 2020
সকাল ১০.১৪: হোয়াইট হাউসের এক কর্মী করোনা আক্রান্ত। তবে তাঁর সংস্পর্শে আসেননি মার্কিন প্রেসিডেন্ট। খোদ জানালেন ডোনাল্ড ট্রাম্প।
সকাল ৯.১৭: গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৯৭ হাজার ৮৯৪ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ১৩২ জন।
India’s #COVID19 case tally crosses 51-lakh mark with a spike of 97,894 new cases & 1,132 deaths in last 24 hours.
The total case tally stands at 51,18,254 including 10,09,976 active cases, 40,25,080 cured/discharged/migrated & 83,198 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/s9bfUq9Jjn
— ANI (@ANI) September 17, 2020
সকাল ৯.১১: করোনার জন্য সতর্কতার সঙ্গে উৎসব পালন করতে হচ্ছে। তবে দেখতে হবে, কোভিড যেন দুর্গাপুজোর উৎসাহকে দমিয়ে দিতে না পারে। মহালয়ার প্রতিশ্রুতি, কেউ দুর্গাপুজোর উৎসব থেকে বঞ্চিত হবেন না। মহালয়ায় টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
As a part of this pledge, I vow to ensure that this Durga Pujo, no one is devoid of the festivities. I urge everyone to come forward, extend a helping hand to those in need & spread joy everywhere.
Shubho Mahalaya to everyone! (2/2)— Mamata Banerjee (@MamataOfficial) September 16, 2020
সকাল ৮.৩০: গতকাল করোনা পরীক্ষা হয়েছে ১১ লক্ষ ৩৬ হাজার ৬১৩ জনের। গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কোভিড টেস্ট হয়েছে মোট ৬ কোটি ৫ লক্ষ ৬৫ হাজার ৭২৮ জনের।
6,05,65,728 samples tested up to 15th September for #COVID19. Of these, 11,36,613 samples tested yesterday: Indian Council of Medical Research (ICMR)
— ANI (@ANI) September 17, 2020
সকাল ৮.১৪: অক্টোবরের মধ্যেই তৈরি হবে করোনা ভ্যাকসিন, দাবি ডোনাল্ড ট্রাম্পের।
সকাল ৭.১৯: মিজোরামে আক্রান্ত আরও ২৬ জন।
26 new #COVID19 cases reported in Mizoram till 7 am today, taking the total tally to 1,506 so far. Number of active cases is 567 while 939 people have been discharged. No death reported in the state till date: Government of Mizoram pic.twitter.com/h6Tp5rQ01I
— ANI (@ANI) September 17, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.