Advertisement
Advertisement

Breaking News

কংগ্রেস

রাহুল-সোনিয়া সম্পর্কে অশালীন মন্তব্য, বিতর্কে হিমাচলের বিজেপি সভাপতি

রাজ বব্বরকে ‘জুটোপেটা’র হুঁশিয়ারি বিএসপি নেতার, তুঙ্গে বিতর্ক৷

Himachal Pradesh BJP Chief Uses derogative Word for Rahul Gandhi

ফাইল ছবি

Published by: Tanujit Das
  • Posted:April 16, 2019 5:19 pm
  • Updated:April 27, 2019 5:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটপ্রচারে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী সম্পর্কে অকথ্য মন্তব্য করে বিতর্ক জড়ালেন হিমাচল প্রদেশের বিজেপি সভাপতি সত্যপাল সিং সাতি৷ রাফালে যুদ্ধবিমান নিয়ে বিতর্কে দানা বাঁধতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘চৌকিদার চোর হ্যায়’ বলে কটাক্ষ করতে শুরু করেন কংগ্রেস সভাপতি৷ সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রকাশ্য কর্মিসভায় রাহুল ও সোনিয়াকে নিয়ে অত্যন্ত নিম্নরুচির একটি মন্তব্য করেন এই শীর্ষ বিজেপি নেতা৷ তবে বিতর্ক তৈরি হতেই নিজের মন্তব্যের বিষয়ে সাফাইও দেন তিনি৷

[ আরও পড়ুন:  সঠিক দিশাতেই এগোচ্ছে দেশ, সরকারে আস্থা ৭৩ শতাংশ ভারতীয়র  ]

Advertisement

সোমবার শিমলা লোকসভা কেন্দ্রের বড্ডি এলাকায় ভোটপ্রচারে গিয়েছিলেন হিমাচল প্রদেশের বিজেপি সভাপতি৷ সেখানেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং তাঁর মা, তথা ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর সমালোচনা করেন তিনি৷ বলেন, ‘‘রাহুল গান্ধী জামিনে মুক্ত৷ তাঁর মা জামিনে মুক্ত৷ তাঁর জামাই জামিনে মুক্ত৷ এরপরেও উনি প্রধানমন্ত্রীকে চোর বলেন৷’’ এখানেই শেষ নয়, এরপরই রাহুল ও সোনিয়া গান্ধী সম্পর্কে কুরুচিকর ভাষার ব্যবহার করেন তিনি৷ এই ঘটনার পরেই চরমে ওঠে বিতর্ক৷ মুহূর্তের মধ্যে বিজেপি নেতার ওই বিতর্কিত মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ এবং তাঁর সমালোচনায় সরব হয় বিরোধীরা৷ কংগ্রেসের তরফে আইনানুগ ব্যবস্থা নেওয়ার এবং নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর হুঁশিয়ারি দেওয়া হয়৷ টুইটারে ঘটনার নিন্দা করেন কংগ্রেসের মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদীও৷ বিতর্ক মাথাচাড়া দিতেই নিজের মন্তব্যের বিষয়ে সাফাই দিতেও শোনা গিয়েছে অভিযুক্ত বিজেপি নেতাকে৷ তিনি জানান, একজনের ফেসবুক পোস্ট কেবল প্রকাশ্য সভায় পড়েছেন তিনি৷ বিতর্কিত ওই কথা, তাঁর নিজস্ব বক্তব্য নয়৷

[ আরও পড়ুন: মোদিকে ‘চোর’ বলে নয়া বিপাকে রাহুল, দায়ের হচ্ছে মানহানির মামলা ]

পাশাপাশি, কংগ্রেস নেতা রাজ বব্বর ও তাঁর সমর্থকদের ‘জুতোপেটা’ করার হুমকি দিয়ে বিতর্কিত জড়ালেন বিএসপি নেতা ভগবান শর্মা৷ লোকসভা নির্বাচনে ফতেপুর সিক্রি থেকে বিএসপির প্রার্থী হয়েছেন তিনি৷ উত্তরপ্রদেশে মহাজোটের সঙ্গী না হওয়ায়, ওই কেন্দ্রে প্রার্থী দেবে কংগ্রেসও৷ কিন্তু তার আগেই কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে হুঁশিয়ারি দিতে শোনা যায় বিএসপি নেতাকে৷ কেবল ‘জুটোপেটা’র নিদান দিয়েই থামেননি তিনি৷ রাজ বব্বরের সমর্থকদের ‘কুকুর’-এর সঙ্গে তুলনা করেন তিনি৷ সূত্রের খবর, কুরুচিকর মন্তব্য করায় এই বিএসপি নেতার বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পারে কংগ্রেস৷ তবে এই প্রথম নয়, এর আগে চারবার নির্বাচনী বিধিভঙ্গ করেছেন বিএসপি নেতা ভগবান শর্মা৷ তাঁকে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছে কমিশন৷ কিন্তু তাতে কাজের কাজ যে কিছু হয়নি বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement