সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি স্কুলবাস। হিমাচল প্রদেশে বাসটি খাদে উলটে পড়ার দরুন মৃত্যু হয়েছে অন্তত ২০ জন পড়ুয়ার। বাড়তে পারে মৃতের সংখ্যা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
[ ধর্ষক বিজেপি বিধায়ক, অভিযোগের পরই রহস্যমৃত্যু ধর্ষিতার বাবার ]
হিমাচল প্রদেশের কাঙ্গরা জেলার নুরুপুরের কাছে ঘটে দুর্ঘটনাটি। পাহাড়ি রাস্তায় আচমকাই পিছলে যায় বাসের চাকা। ফলে সেটি পাশের খাদে উলটে পড়ে। পাথুরে দেওয়ালে গিয়ে আটকে যায়। রাজধানী শিমলা থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ৩০০ কিমি। প্রতক্ষ্যদর্শীরা জানাচ্ছেন, আচমকাই বাসের নিয়ন্ত্রণ হারান চালক। ফলে বাসটি পিছলে গিয়ে সোজা ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
Himachal Pradesh: At least 4 students killed, 25 injured when their school bus fell into a deep gorge in Kangra’s Nurpur. NDRF team at the spot. Rescue operation underway. More details awaited. pic.twitter.com/U5hkigwQ3Q
— ANI (@ANI) April 9, 2018
ভয়াবহ দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ছুটে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজ শুরু হয় তড়িঘড়ি। প্রথমে জানা গিয়েছিল, অনন্ত চার পড়ুয়ার মৃত্যু হয়েছে। মারাত্মক জখম হয়েছে অন্তত ২৫ জন। স্কুলবাসে বেশিরভাগ পড়ুয়াই ছিল। ফলে হতাহতের মধ্যে তাদের সংখ্যাই বেশি। উদ্ধারকাজ যত চলতে থাকে তত লাফিয়ে লাফিয়ে বাড়তে মৃতের সংখ্যা। সংবাদসংস্থা এএনআই-কে হিমাচল প্রদেশের শিক্ষামন্ত্রী সুরেশ ভরদ্বাজ জানিয়েছেন, এখনও পর্যন্ত অন্তত ২০ জন পড়ুয়া প্রাণ হারিয়েছে। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। স্থানীয়দের সাহায্য নিয়েই উদ্ধারকাজ এখনও চলছে।
I’ve been told 9 children died & several got injured in the incident. Spoken with the Chief Secy, DG & Dy Commissioner. NDRF immediately deployed. Rescue operation underway with the help of locals. I’ve ordered for magisterial probe: Himachal CM on #Kangra school bus accident pic.twitter.com/5GqKJHmcxp
— ANI (@ANI) April 9, 2018
Kangra school bus accident #UPDATE: Himachal Pradesh Education Minister Suresh Bhardawaj confirms that death toll has risen to 20
— ANI (@ANI) April 9, 2018
ঘটনায় ব্যথিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকপ্রকাশ করেছেন।
I am deeply anguished by the loss of lives due to a bus accident in Kangra, Himachal Pradesh. My prayers and solidarity with those who lost their near and dear ones in the accident, tweets Prime Minister Narendra Modi (file pic) pic.twitter.com/EfdVX0gC5C
— ANI (@ANI) April 9, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.