সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (CoronaVirus) সংকটের আবহেই নজির গড়লেন ইন্দো-তিবেটান বর্ডার পুলিশের (ITBP) পর্বতারোহীরা। হিমাচল প্রদেশের দুর্গম লিও পারগিল শিখরে পৌঁছে গেল ১২ সদস্যের দল। সেখানে ওড়াল জাতীয় পতাকা।
হিমাচল প্রদেশ ও তিব্বতের সীমান্ত এলাকায় অবস্থিত লিও পারগিল (Leo Pargil) শিখর। ২২,২২২ ফুট উচ্চতার শিখরকে রিও পারগিল কিংবা লিও পারগেল নামেও সম্বোধন করা হয়। হিমাচল প্রদেশের (Himachal Pradesh) উচ্চতম এই শিখরে যাওয়া মোটেও সহজ কাজ নয়। তাও আবার এই খামখেয়ালি আবহাওয়ায়। কখনও রোদ, কখনও আবার বৃষ্টির কারণে দুর্গম পথ আরও দুর্গম হয়ে ওঠে। তার উপরে করোনা (COVID-19) সংকট। অনেকেই পরিবর্তিত পরিস্থিতির দাবি মেনে অভিযান স্থগিত রাখার পরামর্শও দিয়েছিলেন। কিন্তু বহুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন ভারতীয় জওয়ানরা। এর জন্য কঠোর নিয়ম মেনে চলেছিলেন ITBP-র ১৬ জন পর্বতারোহী। তাই বাধা আসলেও হার মানেননি।
কিছুদিন আগেই লিও পারগিল শিখরের লক্ষ্যে অবিচল থেকে জিরো পয়েন্ট থেকে রওনা দেন ITBP-র পর্বতারোহীরা। ১৬ সদস্যের এই দলের নেতৃত্ব দেন ডেপুটি কমান্ডান্ট কুলদীপ সিং। সহ-নেতা ছিলেন ডেপুটি কমাডান্ট ধর্মেন্দ্র। টিমের আরেক সদস্য প্রদীপ নেগি এর আগে দু’বার বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টে (Mt Everest) পৌঁছেছিলেন। তাঁর সেই অভিজ্ঞতা গোটা টিমের কাজে লেগেছে। তবে সকলে লিও পারগিলে পৌঁছাতে পারেননি। ১২ জনের টিম শেষ পর্যন্ত হিমাচল প্রদেশের উচ্চতম শৃঙ্গে পৌঁছান। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করে ভারতমাতার জয় স্লোগান দেন। প্রকাশ্যে এসেছে সেই ভিডিও।
#WATCH Himachal Pradesh: mountaineers of ITBP successfully climbed Leo Pargil mountain (22,222 ft) on 31 Aug to record the first such ascent during #COVID19. Total 12 members of the 16 member team from Sector Head Quarters, ITBP Shimla climbed the peak successfully. (Source:ITBP) pic.twitter.com/0vJubO4TWN
— ANI (@ANI) September 2, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.