Advertisement
Advertisement

যোগীর পথে হিমাচল সরকার, নাম বদলে ‘শিমলা’ হতে পারে ‘শ্যামলা’

জনগণের মতামতের পরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত৷

Himachal govt wants to change Shimla's name
Published by: Sayani Sen
  • Posted:October 21, 2018 2:02 pm
  • Updated:October 21, 2018 2:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক স্টেশন থেকে শুরু করে রাজ্যের নাম বদলের সিদ্ধান্ত নিয়ে চলেছে বিজেপি সরকার৷ বদলে গিয়েছে মুঘলসরাইয়ের নাম৷ এখন  স্টেশনটির নাম দীনদয়াল উপাধ্যায় জংশন ৷ এরপর যোগী আদিত্যনাথের সরকার বদলে দিয়েছে এলাহাবাদের নাম৷ নতুন নাম হতে চলেছে প্রয়াগরাজ৷ সেই পথ ধরেই এবার শিমলার নাম বদলানোর ভাবনাচিন্তা শুরু করেছেন বিজেপি পরিচালিত হিমাচল প্রদেশ সরকারও৷ সেই ইচ্ছার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এবার তিনি রাজ্যের মানুষের মতামত জানতে চান৷

[মুঘলসরাই, এলাহাবাদের পর এবার ফৈজাবাদের নাম বদলের প্রস্তাব বিশ্ব হিন্দু পরিষদের]

যোগী আদিত্যনাথ সরকার এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ করায় উৎসাহিত হিমাচল প্রদেশের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর দশেরা উৎসবের এক অনুষ্ঠানে বলেন, ‘‘ইংরেজ শাসন শুরু হওয়ার আগে শিমলার নাম শ্যামলা ছিল। সেই নাম ফিরিয়ে আনা যায় কি না, সে বিষয়ে জনগণের মতামত নেব।’’ ব্রিটিশ রাজত্বের সমস্ত চিহ্ন মুছে দেওয়ার লক্ষ্যেই বিশ্ব হিন্দু পরিষদ দীর্ঘদিন ধরেই শিমলার নাম বদলের দাবি জানাচ্ছে। তাদের বক্তব্য, শ্যামলা উচ্চারণ করতে পারত না বলে ব্রিটিশ আমলে শহরের নাম বদল করা হয়েছিল। ২০১৬ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং সেই দাবি খারিজ করেছিলেন। কংগ্রেসের মুখপাত্র নরেশ চৌহান যদিও এই সিদ্ধান্তের বিরোধী৷ তিনি বলেন, ‘‘শহরের নাম বদল না করে বরং শহরের সমস্যাগুলোর সমাধান করুক বিজেপি সরকার।’’

Advertisement

[রেস্তরাঁয় পুলিশকে মারধর বিজেপি কাউন্সিলরের, ভাইরাল ভিডিও]

উত্তরপ্রদেশের এই নাম বদলের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল চর্চা৷ আজসে তুমহারা নাম দিয়ে টুইটারে অনেকেই মিম টুইট করছেন। কোনওটায় আমির খানকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলছেন, ‘আজ সে তুমহারা নাম অমর খন্না।’ আবার মাইকেল জ্যাকসনের নাম বদলে যোগী করে দিয়েছেন ‘মাই কা লাল জয়কিষান’৷ কোনওটাতে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে ফোন করলে তিনি বলছেন, ‘আজ সে তুমহারা নাম জানকী ঠাকুর।’ দেদার শেয়ারের ফলে এখন প্রায় সকলের টাইমলাইনে ঘুরছে মিমগুলি৷ যদিও তাতে সেলিব্রিটিদের কিছুই যায় আসে না৷ এ নিয়ে কোনও মন্তব্য করেননি বলি সেলেবরা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement