Advertisement
Advertisement
Himachal crisis

মহাসংকটে হিমাচলের কংগ্রেস সরকার, বিজেপির আশ্রয়ে বিদ্রোহী বিধায়করা, বাড়ছে সংখ্যাও

বিধায়করা বিজেপির আশ্রয়ে চলে যাওয়ায় ফের সুখু সরকারের উপর সংকট আরও বাড়ল।

Himachal crisis: 11 MLAs, including six Congress rebels, now at BJP-ruled Uttarakhand | Sangbad Pratidin

নিজস্ব চিত্র।

Published by: Subhajit Mandal
  • Posted:March 9, 2024 4:57 pm
  • Updated:March 9, 2024 4:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিমাচল প্রদেশের কংগ্রেস সরকারের সংকট যে পুরোপুরি কাটেনি সে আশঙ্কা আগেও ছিল। লোকসভা ভোট (Lok Sabha 2024) ঘোষণার প্রাক মুহূর্তে সেই সংকট যেন আরও ঘনীভূত। বিদ্রোহী শিবিরে বিধায়কের সংখ্যা ক্রমশ বাড়ছে। শুধু তাই নয়, কংগ্রেস নেতৃত্বের ছোঁয়াচ এড়াতে বিদ্রোহী বিধায়করা আশ্রয় নিলেন বিজেপি (BJP) শাসিত উত্তরাখণ্ডে।

সংবাদসংস্থা ANI সূত্রের খবর, হিমাচলের বিদ্রোহী ছ’জন কংগ্রেস বিধায়কের দলে আরও পাঁচ জন যোগ দিয়েছেন। তাঁরা সকলেই পাড়ি দিয়েছেন বিজেপি শাসিত উত্তরাখণ্ডে। যে পাঁচজন তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে ৩ জন নির্দল বিধায়ক। ২ জন কংগ্রেসের (Congress)। এই মুহূর্তে মোট ১১ জন বিধায়ক রয়েছেন বিদ্রোহী শিবিরে। বিজেপি শাসিত আর এক রাজ্য হরিয়ানার নম্বর প্লেটযুক্ত একটি বাসে করে শনিবার সকালে ওই বিধায়কেরা উত্তরাখণ্ডের হৃষিকেশে একটি বিলাসবহুল হোটেলে গিয়েছেন। ওই হোটেলে কয়েক জন বিজেপি (BJP) নেতাকেও দেখা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: চলতি মাসেই অপেক্ষার অবসান! কবে থেকে শুরু গঙ্গার তলায় মেট্রো পরিষেবা?]

অথচ দিন দুই আগেই বিদ্রোহী ৬ বিধায়ককে ফিরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন সুখবিন্দর সিং সুখু। বৃহস্পতিবারই তিনি জানান, যদি কেউ নিজের দোষ বুঝতে পারে তবে সেই ব্যক্তি আরও একটি সুযোগ পাওয়ার যোগ্য। এবার সেই বিদ্রোহীরাই চলে গেলেন বিজেপির আশ্রয়ে। অর্থাৎ তাঁদের কংগ্রেসের ফেরার সম্ভাবনা কার্যত নেই। উপরন্তু আরও দুই বিধায়ক চলে গেলেন বিজেপির আশ্রয়ে। ফলে হিমাচলের কংগ্রেস সরকার ফের সংকটে পড়ে গেল।

[আরও পড়ুন: চিনের চিন্তা বাড়িয়ে সেলা টানেল উদ্বোধন মোদির, অরুণাচলে ‘মাস্টারস্ট্রোক’ ভারতের]

এই দুই বিধায়ক বিজেপির আশ্রয়ে চলে যাওয়ায় ফের সুখু সরকারের উপর সংকট আরও বাড়ল। কারণ ওই দুজনও বিদ্রোহ করলে কংগ্রেসের হাতে আর বিধায়ক থাকবেন ৩২ জন। যা ম্যাজিক ফিগারের একেবারে কাছাকাছি। এদের মধ্যেই রয়েছেন বিদ্রোহী মন্ত্রী বিক্রমাদিত্য সিং। তিনিও সদলবলে যে কোনও দিন শিবির বদলাতে পারেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement