Advertisement
Advertisement

Breaking News

Himachal Assembly byelection

কংগ্রেস সরকার ফেলতে ‘কংগ্রেসি’রাই ভরসা, হিমাচলে ৬ দলবদলুকেই টিকিট শাহদের

হিমাচলের কংগ্রেস সরকারের ভাগ্যপরীক্ষা আগামী ১ জুন।

Himachal Assembly byelection: BJP fields all six former Congress MLAs

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:March 26, 2024 5:28 pm
  • Updated:March 26, 2024 6:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কুরসির লড়াইয়ে বিজেপির বাজি প্রাক্তন কংগ্রেসিরাই। ৬ দলবদলু বহিষ্কৃত বিধায়ককে উপনির্বাচনে টিকিট দিল গেরুয়া শিবির। দিন দুই আগেই কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন তাঁরা।

দলের নির্দেশের বিরুদ্ধে গিয়ে রাজ্যসভা নির্বাচনে বিজেপির প্রার্থীকে ভোট দিয়েছিলেন ওই ৬ বিধায়ক। তার পর অর্থ বিল পাশ করানোর সময়ও দলের হুইপ অমান্য করে অনুপস্থিত ছিলেন তাঁরা। এর পরই কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে ওই ৬ বিধায়ককে বরখাস্ত করেন হিমাচল প্রদেশের স্পিকার। বহিস্কারের পর তাঁরা আদালতেও যান। কিন্তু আদালতে কোনও স্বস্তি না পেয়ে গত ২৩ মার্চ তাঁরা গেরুয়া শিবিরে যোগ দেন। শুধু কংগ্রেস থেকে বহিষ্কৃত ৬ বিধায়ক নয়, তাঁদের সঙ্গে বিজেপিতে (BJP) যোগ দিয়েছেন ৩ জন নির্দল বিধায়কও।

Advertisement

[আরও পড়ুন: আবগারি দুর্নীতি মামলায় কে কবিতাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল আদালত]

ওই ৬ বিধায়কের ছেড়ে আসা আসনগুলিতে আগামী ১ জুন উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। কংগ্রেস সরকার ফেলতে হলে সবকটি আসনেই জিততে হবে বিজেপিকে। সম্ভবত সেকারণেই ওই কেন্দ্রগুলির বহিষ্কৃত ৬ কংগ্রেস বিধায়ক রাজিন্দার রানা, সুধীর শর্মা, ইন্দার দত্ত লখনপাল, দেবিন্দর কুমার ভুটু, রবি ঠাকুর এবং চেতন্য শর্মাকেই প্রার্থী ঘোষণা করল গেরুয়া শিবির। অর্থাৎ কংগ্রেসের সরকার ফেলতে প্রাক্তন কংগ্রেসিদের উপরই ভরসা রাখলেন মোদি-শাহরা।

[আরও পড়ুন: জলের পর এবার স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ কেজরির, জেল থেকেই চলছে দিল্লির সরকার!]

আপাতত কংগ্রেসের (Congress) হাতে হিমাচলে ৩৪ জন বিধায়ক রয়েছেন। বিজেপির হাতে বিধায়ক সংখ্যা ২৫। বাকি ৯ জন বিধায়কের মধ্যে ৩ নির্দল। তাঁরাও রয়েছেন বিজেপির সঙ্গে। বহিষ্কৃত ৬ বিধায়কের আসনে উপনির্বাচন হবে। সেখানে বহিষ্কৃত কংগ্রেসিরা যদি এবার বিজেপির প্রতীকে জিতে আসেন, তাহলে হিমাচলে কংগ্রেস এবং বিজেপি দুই শিবিরের বিধায়ক সংখ্যা সমান হয়ে যাবে। যার ফলে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর সরকারের স্থায়িত্ব নিয়ে ফের প্রশ্ন উঠে যাবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement