Hijack threat letter found in bathroom of Jet Airways 9W339 Mumbai-Delhi flight that was diverted to Ahmedabad earlier today pic.twitter.com/cr8KlKjvIP
Advertisement— ANI (@ANI) October 30, 2017
The flight was diverted after declaration of emergency as per established security procedures,due to detection of an onboard security threat
— ANI (@ANI) October 30, 2017
সূত্রের খবর, বিরজু সাল্লা নামে ওই যাত্রীর সঙ্গে জেট এয়ারওয়েজেরই এক মহিলা কর্মীর প্রণয়ঘটিত সম্পর্ক রয়েছে। সম্প্রতি প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ওই ব্যক্তি তার প্রেমিকাকে হুমকি দেয়, জেট কর্তৃপক্ষের বিমান চলাচল পরিষেবাকে স্তব্ধ করে দেবে। সেই মোতাবেক এদিন বিজনেস ক্লাসের ওই যাত্রী হুমকি চিঠিটি লিখে বিমানের শৌচাগারে রেখে আসেন। যা পরে কর্মীদের নজরে এলে হইচই শুরু হয়। সোমবার দিল্লির পরিবর্তে আমেদাবাদে বিমানটি জরুরি অবতরণ করে। মুম্বই থেকে ২.৫৫ মিনিটে ছেড়েছিল বিমানটি। বিমানে ১১৫ জন যাত্রী ও ৭ জন ক্রিউ মেম্বার ছিলেন।
I am informed that person responsible for Jet flt 339 (Mum-Del) incident causing landing at Ahmedabad, has been identified: A Gajapathi Raju
— ANI (@ANI) October 30, 2017
A man Salla Birju has confessed that he had kept the ‘threatening note’ to destabilise operations in the Jet Airways flight.
— ANI (@ANI) October 30, 2017
চিঠিটি দেখতে পেয়েই কর্মীরা পাইলটকে খবর দেন। পাইলট সরাসরি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। বলেন, ‘বিমানে বিস্ফোরক ও হাইজ্যাকার রয়েছে বলে খবর পেয়েছি।’ সঙ্গে সঙ্গে আমেদাবাদে বিমানটি নামানোর নির্দেশ দেওয়া হয়। বিমানবন্দরে বোমা নিষ্ক্রিয় করতে বিশেষজ্ঞদের আগাম তৈরি রাখা হয়। ভোর ৩.৪৮ মিনিটে বিমানটি নামে। সেখান থেকে বহু দূরে একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয় বিমানটি। ভোর ৬.৪০ পর্যন্ত তল্লাশি চালিয়েও কোনও বিস্ফোরক খুঁজে পায়নি বম্ব ডিজপোজাল স্কোয়াড। জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ এক বিবৃতি জারি করে জানিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত কারণে বিমানটি জরুরি অবতরণ করে। ঘটনার তদন্ত চলছে। তদন্তকারী সংস্থার সঙ্গে পুরোপুরি সহযোগিতা করছে তাদের সংস্থা। যে যাত্রীরা আটকে পড়েছেন, তাঁদের দ্রুত দিল্লিতে পাঠানোরও ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেয় জেট এয়ারওয়েজ।
I am informed that person responsible for Jet flt 339 (Mum-Del) incident causing the landing at Ahmedabad today morn. has been identified
— Ashok Gajapathi Raju (@Ashok_Gajapathi) October 30, 2017
I am advising the Airlines to put him on the No-Fly list immediately, in addition to other statutory criminal action.
— Ashok Gajapathi Raju (@Ashok_Gajapathi) October 30, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.