Advertisement
Advertisement

Breaking News

পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ হিজাব, পরা যাবে আংটি-মঙ্গলসূত্র, কর্নাটকের নির্দেশে তুঙ্গে বিতর্ক

মহিলাদের জিন্স-শার্ট পরাতেও নিষেধাজ্ঞা।

Hijab and other head covers banned in government examination in Karnataka | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:November 14, 2023 1:00 pm
  • Updated:November 14, 2023 5:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরীক্ষায় কারচুপি রুখতে হিজাব নিষিদ্ধ করল কর্নাটক (Karnataka)। কেবল হিজাব নয়, টুপি বা মাথা ঢাকার অন্যান্য পোশাক পরেও ঢোকা যাবে না পরীক্ষাকেন্দ্রে। পরা যাবে না কোনও ধরনের গয়নাও। তবে মহিলাদের মঙ্গলসূত্র ও পায়ের আংটি পরার অনুমতি মিলেছে পরীক্ষাকেন্দ্রে। কর্নাটকে সরকারি চাকরির পরীক্ষার জন্যই এই নির্দেশিকা জারি করা হয়েছে। প্রসঙ্গত, ক্লাসরুমে হিজাব (Hijab) পরা নিষিদ্ধ করেছিল কর্নাটক। সেই নিয়ে বিক্ষোভ শুরু হয় গোটা দেশ জুড়ে।

সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার সময়ে কোনও পোশাকবিধি ছিল না কর্নাটকে। অক্টোবর মাসে আয়োজিত পরীক্ষাগুলোতেও হিজাব পরেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারতেন পরীক্ষার্থীরা। কিন্তু নভেম্বর মাস থেকে হিজাব-সহ অন্যান্য বেশ কিছু পোশাকে নিষেধাজ্ঞা জারি হয়েছে। পরীক্ষা আয়োজনকারী সংস্থার মতে, কারচুপি রুখতেই এই পদক্ষেপ। কারণ বেশ কয়েকটি পরীক্ষায় ব্লুটুথ স্পিকারের মতো গ্যাজেট নিয়ে ঢুকেছিলেন পরীক্ষার্থীরা। তাই মুখ, মাথা, কান ঢেকে রাখা সমস্ত পোশাক নিষিদ্ধ করা হল। 

Advertisement

[আরও পড়ুন: ইন্ডিয়া জোটে ফাটল? জাতিগত জনগণনার সমর্থনে রাহুল, ‘বিশ্বাসঘাতক’, পালটা তোপ অখিলেশের]

এতদিন পর্যন্ত পরীক্ষাকেন্দ্রে গয়না পরে ঢোকা নিষিদ্ধ ছিল কর্নাটকে। তবে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর প্রতিবাদে মহিলাদের মঙ্গলসূত্র ও পায়ের আংটি পরার অনুমতি দেওয়া হয়েছে। যদিও আর কোনও রকম গয়না পরতে পারবেন না পরীক্ষার্থীরা। এছাড়াও হাই হিল, জিন্স-টিশার্ট পরতে পারবেন না মহিলারা। কেবল হাফ শার্ট ও প্যান্ট পরতে হবে পুরুষদের, কিন্তু শার্ট গুঁজে পরতে পারবেন না।

পরীক্ষা দেওয়ার সময়ে পোশাকবিধি নিয়ে এত কড়াকড়ি কেন? জানা গিয়েছে, অক্টোবরের শেষ দিকে একাধিক পরীক্ষায় ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছে কর্নাটকে। ব্লুটুথ নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকেছেন পরীক্ষার্থীরা। ইতিমধ্যেই এই কারচুপির তদন্ত শুরু করেছে কর্নাটকের সিআইডি। তার পরেই নভেম্বর মাস থেকে নয়া পোশাকবিধি চালু হচ্ছে সেরাজ্যে।

তবে এই নির্দেশিকা ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। কর্নাটকে বিজেপি সরকার থাকাকালীন স্কুলে হিজাব পরা নিষিদ্ধ হয়। দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়, মামলা গড়ায় হাই কোর্ট পর্যন্ত। সেই সময় বিজেপির তীব্র বিরোধিতা করে সরব হয় কংগ্রেস। চলতি বছরেই কর্নাটকে ক্ষমতায় ফেরে হাত শিবির। তার পরেই সরকারি চাকরির পরীক্ষায় নিষিদ্ধ হল হিজাব-সহ একাধিক পোশাক। 

[আরও পড়ুন: শচীন-দ্রাবিড় নন, রাচীনের নামের নেপথ্যে অন্য কারণ! ফাঁস করলেন কিউয়ি তারকার বাবা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement