Advertisement
Advertisement

Breaking News

করোনা

গভীর হচ্ছে চিন্তার ভাঁজ, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত প্রায় ৫০ হাজার!

একদিনে করোনার বলি ৭৪০ জন।

Highest single-day spike of 49,310 cases and 740 deaths reported in India in the last 24 hours

ছবি প্রতীকী

Published by: Sulaya Singha
  • Posted:July 24, 2020 9:46 am
  • Updated:July 24, 2020 9:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে লকডাউন শিথিল হলেই হু হু করে ছড়াবে সংক্রমণ। হাতের বাইরে চলে যাবে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমনই আশঙ্কার কথা শুনিয়েছিলেন বিশেষজ্ঞরা। তাঁদের সেই আশঙ্কাকেই সত্যি করে প্রতিদিন বাড়ছে সংক্রমণ। ভাঙছে পুরনো রেকর্ড। শুক্রবারও যার ব্যতিক্রম হল না। একদিনে আক্রান্ত পৌঁছে গেল ৫০ হাজারের দোরগোড়ায়। যা নিঃসন্দেহে উদ্বেগজনক।

শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) তরফে দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৪৯ হাজার ৩১০ জন। যার জেরে দেশে করোনা পজিটিভের সংখ্যা গিয়ে দাঁড়াল ১২ লক্ষ ৮৭ হাজার ৯৪৫-এ। এদের মধ্যে অ্যাকটিভ কেস ৪ লক্ষ ৪০ হাজার ১৩৫। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৮ লক্ষ ১৭ হাজার ২০৯ জন। সুস্থতার হার আশা জোগালেও মারণ ভাইরাস (coronavirus) এখনও কেড়ে চলেছে হাজারো প্রাণ। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৭৪০ জন। এখনও পর্যন্ত ৩০ হাজার ৬০১ জনের প্রাণ গিয়েছে এই মহামারীতে।

Advertisement

[আরও পড়ুন: নেই ব্রিজ, রান্নার পাত্রে বসিয়ে নদী পেরিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হাসপাতালে স্বামী]

তবে করোনা মোকাবিলায় বাড়ানো হয়েছে নমুনা টেস্টও। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (ICMR) তথ্য বলছে, ২৩ জুলাই পর্যন্ত মোট ১ কোটি ৫৪ লক্ষ ২৮ হাজার ১৭০টি স্যাম্পেল টেস্ট হয়েছে। যার মধ্যে গতকালই হয়েছে ৩ লক্ষ ৫২ হাজার ৮০১টি টেস্ট।

সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় বাংলা-সহ দেশের একাধিক রাজ্য ফের লকডাউনের পথে হেঁটেছে। টানা না হলেও সপ্তাহে দু-তিন করে লকডাউন হচ্ছে অনেক জায়গাতেই। সংক্রমণের চেনকে ভাঙতেই এই প্রচেষ্টা। বিশেষজ্ঞদের একাংশ জানিয়েছে, সেপ্টেম্বরে সংক্রণ শিখরে পৌঁছবে। কিন্তু বর্তমান সংখ্যাই চিন্তার ভাঁজ ফেলছে দেশবাসীর কপালে। তাই সেপ্টেম্বরের ছবিটা ভাবলেও আতঙ্কিত হতে হচ্ছে।

[আরও পড়ুন: ৫ আগস্ট রাম মন্দিরের ভূমিপুজো হলে সর্বনাশ হবে! সতর্ক করলেন শংকরাচার্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement