সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা প্রতিদিন নিত্যনতুন রেকর্ড গড়ছে। লকডাউন ঢিলে হতেই ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ। বুধবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৫ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যায় সব রেকর্ড ভেঙে দিয়েছে ভারত। বড়সড় বৃদ্ধি হয়েছে মৃতের সংখ্যাতেও।
Highest ever spike of 5,611 #COVID19 cases & 140 deaths in the last 24 hours. Total number of cases in the country now at 106750, including 61149 active cases & 3303 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/kj95C6b8Is
— ANI (@ANI) May 20, 2020
বুধবার স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, দেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫ হাজার ৬১১ জন যা এখনও পর্যন্ত রেকর্ড। এর আগে গত ১৮মে একদিনে ৫ হাজার ২৪২ জন বেড়েছিল আক্রান্তের সংখ্যা। তার আগে রেকর্ড ছিল ১৭ মে। সেদিন ৪ হাজার ৯৮৭ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়। তার আগে রেকর্ড গড়েছিল গত ১১ মে। সেদিন ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছিলেন ৪,২১৩ জন। তার আগে গত ৫ মে আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে রেকর্ড করে ভারত। ওইদিন নতুন করে ৩৯০০ জন আক্রান্ত হয়েছিলেন। যত দিন যাচ্ছে করোনা সংক্রমিতের হার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অথচ প্রশাসন এখনও লকডাউন শিথিল করতে ব্যস্ত।
একদিনে এই রেকর্ড বৃদ্ধির ফলে আপাতত দেশে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬ হাজার ৭৫০ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১৪০ জনের। ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩০৩-এ। স্বাস্থ্যমন্ত্রক বলছে এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ হাজার ২৯৭ জন। আপাতত করোনার সক্রিয় রোগী সংখ্যা ৬১ হাজার ১৪৯ জন। বিশ্বে করোনা আক্রান্তের নিরিখে এখন একাদশ স্থানে ভারত। উপরে আছে ইরান। অনেকটা নিচে পেরু।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.