সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকাল উপনির্বাচন ছিল রাজস্থানের দেওলি-উনিয়ারা বিধানসভা কেন্দ্রে। সেখানে এক ভোটকেন্দ্রে কারচুপির অভিযোগে অতিরিক্ত জেলাশাসককে সপাটে চড় মারার অভিযোগ ওঠে ওই কেন্দ্রের নির্দল প্রার্থী নরেশ মীনার বিরুদ্ধে। চড় মারার সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। বৃহস্পতিবার সকালে মীনাকে গ্রেপ্তার করল রাজস্থান পুলিশ। একপ্রস্থ নাটকের পরে নির্দল প্রার্থীকে হেফাজতে নেওয়া সম্ভব হয়।
বুধবার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বিধানসভা কেন্দ্রের একটি ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে রয়েছেন অতিরিক্ত জেলাশাসক অমিত চৌধুরী। আচমকাই অমিতের উপরে চওড়া হন নির্দল প্রার্থী নরেশ মীনা। সপাটে চড় মারেন তিনি জেলাশাসককে। সঙ্গে চলছিল বচসা। এক সময় পুলিশ এসে বাধা দেয়। এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই পড়ে যায় গোটা রাজস্থানে। মীনাকে গ্রেপ্তারির নির্দেশ দেয় প্রশাসন। বৃহস্পতিবার সেই গ্রেপ্তারির সময় বাধার মুখে পড়ে পুলিশ।
बताया जा रहा है Sdm अमित चौधरी वहां पर जबरदस्ती वोट डाल रहा था जिसके चलते हुए नरेश मीणा ने उस पर हाथ उठाया….
भाई नरेश मीणा पर एक तरफा कार्रवाई होगी तो हम चुप बैठने वाले नहीं हम भी सड़कों पर उतरेंगे भाई के लिए@NareshMeena__ pic.twitter.com/h15kzwdkux
— Karni Sena (@RRKarniSena) November 13, 2024
এদিন পুলিশ মীনাকে ধরতে গেলে তাঁর সমর্থকরা বাধা দেয়। জনতার উদ্দেশ্যে নির্দল প্রার্থী চিৎকার করে বলতে থাকেন, “আমি আত্মসমর্পণ করব না।” এমনকী সমর্থকদের পুলিশকে ঘিরে ধরারও নির্দেশ দেন তিনি। যদিও হেলমেট, বর্ম, লাঠি সঙ্গে তৈরি হয়েই এসেছিল পুলিশ। ফলে শেষ পর্যন্ত সমর্থকদের এড়িয়ে মীনাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.