সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের ডেঙ্গু (Dengue) পরিস্থিতি নিয়ে সরকারকে সমালোচনায় বিদ্ধ করেছে বিরোধীরা। অথচ বিজেপিশাসিত ‘মডেল’ রাজ্য উত্তরপ্রদেশের লখনউয়ের ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ। এনিয়ে রীতিমতো এলাহাবাদ হাই কোর্টের তোপের মুখে পড়েছে যোগী সরকার। লখনউ বেঞ্চ জানিয়েছে, আদালতের নিজস্ব এজেন্সি থাকলে রাজ্যের প্রকৃতবস্থা খতিয়ে দেখতেন বিচারপতিরা। যাচাই করে দেখতেন রাজ্যের হলফনামা। আদালতের কড়া পর্যবেক্ষণের পর নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশ সরকার। ডেঙ্গু মোকাবিলায় কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ।
এবছর ভয়াবহ আকার নিয়েছে ডেঙ্গু। এ রাজ্যের বিভিন্ন জেলায়ও ভয়াবহ পরিস্থিতি। পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ করেছে রাজ্য সরকার। তারপরেও বিরোধীদের সমালোচনার শেষ নেই। এমন পরিস্থিতিতে ডেঙ্গু মোকাবিলায় যোগী রাজ্যের বেহাল দশা প্রকাশ্যে এল। সে রাজ্যের পরিস্থিতি নিয়ে এলাহাবাদ হাই কোর্টে জনস্বার্থ মামলা হয়। তারই প্রেক্ষিতে হলফনামা জমা করেছে যোগীর প্রশাসন।
উত্তরপ্রদেশ সরকার হলফনামায় জানিয়েছে, রাজ্যের জেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হাসপাতালে রোগীদের জন্য় পর্যাপ্ত সংখ্যক শয্যা-সহ অন্যান্য ব্যবস্থা রয়েছে। সে রাজ্যের তরফে আরও দাবি করা হয়েছে, ডেঙ্গু রোগীদের জন্য নির্দিষ্ট শয্যা এখনও ফাঁকা পড়ে রয়েছে। বেড না পেয়ে ফিরে যাওয়ার মতো কোনও ঘটনা সে রাজ্যে ঘটেনি বলেও দাবি প্রশাসনের। এরপরই লখনউ বেঞ্চের দুই বিচারপতি ডি কে উপাধ্যায় ও বিচারপতি সৌরভ শ্রীবাস্তবের মন্তব্য, আদালতের নিজস্ব এজেন্সি থাকলে সরকারি রিপোর্টের সত্যতা যাচাই করে নেওয়া হত। খতিয়ে দেখা হত বাস্তব চিত্র। ডেঙ্গুর চিকিৎসার পাশাপাশি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতেও জোর দিতে নির্দেশ দেওয়া হয়েছে যোগী সরকারকে।
এদিকে আদালতের নির্দেশ পেতেই নড়েচড়ে বসেছে যোগী সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্বাস্থ্য আধিকারিক ও নোডাল অফিসারদের নির্দেশ দিয়েছেন, যে সমস্ত এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি, সেখানে কড়া নজর রাখতে হবে। পুরসভাগুলিকে বলা হয়েছে, মশার লার্ভা নষ্ট করতে হবে। এলাকায় স্বচ্ছ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালে ভরতি হওয়া রোগীদের যথাযথ চিকিৎসারও নির্দেশ দেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.