Advertisement
Advertisement

Breaking News

Kirron Kher

ব্যবসায়ীকে সপরিবারে খুনের হুমকি কিরণ খেরের! বিজেপি সাংসদের বিরুদ্ধে আদালতে অভিযোগকারী

তাঁকে এক সপ্তাহের পুলিশি নিরাপত্তার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

HC orders protection for businessman allegedly threatened by BJP MP Kirron Kher। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 13, 2023 2:13 pm
  • Updated:December 13, 2023 2:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি (BJP) সাংসদ অভিনেত্রী কিরণ খেরের (Kirron Kher) বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন এক ব্যবসায়ী। তাঁর দাবি, তাঁকে ও তাঁর পরিবারকে খুনের হুমকি দিয়েছেন কিরণ। এই পরিস্থিতিতে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট ওই ব্যবসায়ীকে আগামী ১ সপ্তাহের জন্য নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল চণ্ডীগড় পুলিশকে।

জানা গিয়েছে, চৈতন্য আগরওয়াল নামের ওই ব্যবসায়ীর অভিযোগ, তাঁকে ও তাঁর স্ত্রী রুচিকা আগরওয়াল এবং দুই নাবালিকা কন্যাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন চণ্ডীগড়ের সাংসদ। কিন্তু কেন এই হুমকি? এবিষয়ে বলতে গিয়ে চৈতন্যের দাবি, এক বিজেপি কর্মীর সূত্রে কিরণের সঙ্গী সহদেব সলারিয়ার সঙ্গে যোগাযোগ হয়েছিল তাঁর।

Advertisement

আর তাঁর মাধ্যমেই ৮ কোটি টাকা বিনিয়োগের জন্য দিয়েছিলেন অভিনেত্রী সাংসদ। এর মধ্যে ২ কোটি টাকা তিনি ফিরিয়ে দিয়েছেন। বাকি টাকাও দেবেন। কিন্তু শেয়ার বাজারে সমস্যার কারণে বাকি টাকা লাভ-সহ ফিরিয়ে দিতে কিছুটা সময় চান চৈতন্য। আর এর পরই তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। লাগাতার তাঁকে চাপ দিয়েছেন কিরণ ও সলারিয়া, এমনই দাবি চৈতন্যর।

[আরও পড়ুন: ‘ডাঙ্কি বিমানে’ দেশছাড়া করণি সেনা প্রধান খুনের মাস্টারমাইন্ড!]

এই পরিস্থিতিতে আদালত পুলিশকে নির্দেশ দিল চৈতন্য ও তাঁর পরিবারকে নিরাপত্তা দেওয়ার। উচ্চ আদালত জানিয়েছে, যদি আদালত আপাতত তাঁদের সুরক্ষা না দেয়, তাহলে তা সাংবিধানিক অধিকার প্রয়োগ না করার শামিল হতে পারে। তবে সেই সঙ্গে আদালত এও জানিয়েছে, যদি এর পর পিটিশনারের তা দরকার না থাকে তাহলে এক সপ্তাহ পরে আর তাঁকে নিরাপত্তা দেওয়া হবে না।

[আরও পড়ুন: সংসদ হামলার বর্ষপূর্তির দিনই লোকসভায় হামলা! আটক দুই অজ্ঞাতপরিচয়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement