Advertisement
Advertisement

বিমানবন্দরে নাশকতার আশঙ্কা, জারি সতর্কতা

সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে দেশের সমস্ত বিমানবন্দরে জারি করা হল লাল সতর্কতা

High alert sounded in airports across the country
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 11, 2017 3:16 pm
  • Updated:January 11, 2017 3:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে দেশের সমস্ত বিমানবন্দরে জারি করা হল চূড়ান্ত সতর্কতা৷ স্বরাষ্ট্র মন্ত্রকে পেশ করা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে জঙ্গি হানার আশঙ্কা প্রকাশ করা হয়েছে বলে সূত্রের খবর৷ জঙ্গিরা বিমান অপহরণ ও বিমানবন্দরে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করতে পারে বলেও জানিয়েছেন গোয়েন্দারা৷

সতর্কতা জারি হওয়ার পর দেশের সমস্ত বিমানবন্দরগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে তোলা হয়েছে৷ বিমানবন্দরগুলিতে রাখা হয়েছে বোমা খোঁজার ও নিষ্ক্রিয় করার বিশেষ সরঞ্জাম৷ বাড়ানো হয়েছে নিরাপত্তাকর্মীদের সংখ্যাও৷ রাজধানী দিল্লি থেকে যে সমস্ত বিমান চলাচল করে সেগুলির উপর বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে৷ সন্ত্রাসবাদীরা কম্পিউটার, সুগন্ধি দ্রব্যের মধ্যে বোমা লুকিয়ে রেখে নাশকতা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ পাক মদতপুষ্ট লস্কর-ই-তৈবা, জৈশ-এ-মহম্মদের মত জঙ্গি সংগঠনগুলি এই নাশকতা ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement