সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Kashmir Pahalgam Terror Attack) পর থেকেই দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে হাই অ্যালার্ট জারি। নিরাপত্তার চাদরে মুড়েছে দিল্লি, মুম্বই, জয়পুর এবং অমৃতসরের মতো একাধিক শহর। ছুটি বাতিল করে ‘অ্যাকশন মোডে’ উচ্চপদস্থ আধিকারিকরা। কোনও শহরেই যাতে মাছি গলতে না পারে সেদিকে কড়া নজর রেখেছেন তারা।
কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় (Kashmir Terror Attack) নিহত অন্তত ২৬। অতর্কিতে হামলা হয়েছে বৈসরণের রিসর্টে। এরপরই স্বাভাবিক নিয়ম মেনে দেসের মেট্রো শহরগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এই তালিকায় একেবারে উপরের দিকে রয়েছে রাজধানী দিল্লি। একে তো সেখানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনগুলি রয়েছে। আছে সুপ্রিম কোর্ট, লালকেল্লার মতো গুরুত্বপূর্ণ স্থান। এসবের পাশাপাশি দিল্লিতেই আপাতত রয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেড ইভান্স। স্বাভাবিকভাবে সেখানে যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মরিয়া প্রশাসন। ফলে কার্যত দূর্গে পরিণত করা হয়েছে দিল্লির বিভিন্ন রাস্তা। চলছে নাকা চেকিং। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সমস্ত পুলিশ ইন্সপেক্টর, জোনাল ডেপুটি কমিশনারদের বলা হয়েছে সতর্ক থাকতে বলা হয়েছে। নিজ নিজ এলাকা নজরদারি বাড়ানোর পাশাপাশি শহরের রাস্তায় গাড়ি থামিয়ে তল্লাশি করা হচ্ছে।
শুধু দিল্লি নয়, মুম্বই-অমৃতসর-জয়পুরেও জারি করা হয়েছে হাই অ্যালার্ট। মুম্বইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস, পর্যটনস্থলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সমুদ্র উপকূলেও চলছে নজরদারি। একইভাবে অমৃতসরের স্বর্ণমন্দির, জয়পুরের বিভিন্ন পর্যটনস্থলেরও নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই সমস্ত এলাকার পুলিশ আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে। সতর্ক করা হয়েছে তাদের। গোয়েন্দা সূত্রের কোনও খবরকে অবহেলা করা চলবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.