Advertisement
Advertisement

সাধারণতন্ত্র দিবসে জঙ্গি হামলার আশঙ্কা, দিল্লিতে জারি কড়া সতর্কতা

রাজধানীতে্ ঢুকে পড়েছে ৩ আফগান জঙ্গি!

High alert in Delhi before Republic day
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 14, 2018 8:22 am
  • Updated:January 14, 2018 8:22 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে ঢুকে পড়েছে ৩ জন জঙ্গি। কোনও অজ্ঞাতস্থানে লুকিয়ে আছে তারা। সাধারণতন্ত্র দিবসে রাজধানীতে হামলা চালাতে পারে ওই তিন জঙ্গি। গোয়েন্দাদের সতর্কবার্তায় শহর জুড়ে হাই অ্যালার্ট জারি করল দিল্লি পুলিশ। জঙ্গিদের সন্ধানে শুরু হয়েছে জোর তল্লাশি।

[সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের আসল চমক, দু’চাকায় নারীশক্তির জয়গান]

Advertisement

আর মাত্র কয়েকদিন। দিল্লিতে সাধারণতন্ত্র দিবস উপযাপনের প্রস্তুতি তুঙ্গে। ২৬ জানুয়ারি রীতিমাফিক নয়াদিল্লির ইন্ডিয়া গেট লাগোয়া রাজপথে কুচকাওয়াজে অংশ নেবে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো হাই প্রোফাইল ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে আসবেন বিদেশি অতিথিরা। কিন্তু, রাজধানীর বুকে সাধারণতন্ত্র দিবসে হামলা চালাতে পারে জঙ্গিরা! গোয়েন্দাদের সতর্কবাতায় নড়চড়ে বসেছে দিল্লি পুলিশ। শহরে জুড়ে জারি হাই অ্যালার্ট। সন্দেহভাজন জঙ্গিদের সন্ধানে জোরকদমে চলছে তল্লাশি।

[সুপ্রিম বিচারপতিদের বিক্ষোভ মেটাতে প্রতিনিধি দল, সিদ্ধান্ত বার কাউন্সিলের]

বিষয়টি ঠিক কী?  জানা গিয়েছে, দিন কয়েক আগে ফোনে আড়ি পেতে পুস্তু ভাষায় ৩ ব্যক্তির কথোপকথন রেকর্ড করেছেন গোয়েন্দারা। গোয়েন্দাদের দাবি, ওই ৩ ব্যক্তি আফগানিস্তানের নাগরিক। জঙ্গি নাশকতায় ঘটানোর উদ্দেশ্যে দিল্লিতে এসেছে তারা। এখন পুরনো দিল্লিতে লুকিয়ে আছে সন্দেহভাজন জঙ্গিরা। সাধারণতন্ত্র দিবসের দিন জঙ্গি হামলা হতে পারে রাজধানীতে। ইতিমধ্যেই দিল্লি পুলিশকে সতর্কবার্তাও পাঠিয়ে দিয়েছে গোয়েন্দারা। তাই আর কোনও ঝুঁকি নিতে চাইছে না পুলিশ। রবিবার সকালেই তড়িঘড়ি শহরে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। সন্দেহভাজন জঙ্গিদের সন্ধানে তল্লাশি নেমেছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, পুরনো দিল্লিতে বিশেষ করে জামা মসজিদ লাগোয়া হোটেল ও লজগুলির উপর নজর রাখা হচ্ছে। হোটেল ও লজ মালিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

[জানেন, প্রধানমন্ত্রীর ধোপদুরস্ত পোশাকের খরচ বহন করে কে?]

প্রসঙ্গত, সাধারণতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবসে আগে রুটিনমাফিক জঙ্গি হামলা নিয়ে সতর্কবার্তা পাঠান গোয়েন্দারা। দিল্লি, কলকাতার মতো বড় শহরে নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি নজর দেওয়া হয়। কিন্তু, এবার একেবারে নির্দিষ্টভাবে রাজধানীতে জঙ্গি হামলার সতর্কবার্তা পাঠিয়েছেন গোয়েন্দারা। শহরে ৩ জন আফগান জঙ্গি উপস্থিতির কথাও বলা হয়েছে। আর তাতেই ঘুম উড়েছে দিল্লি পুলিশের।

[যাত্রীদের খাবার চুরি করে খাচ্ছেন বিমানসেবিকা, ভাইরাল ভাজ্জির ভিডিও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement