Advertisement
Advertisement

জানেন, কেন নিজেই নিজের কবর খুঁড়লেন ৭০ বছরের এই বৃদ্ধ?

কারণ জানলে অবাক হবেন!

Here’s why septuagenarian Andhra man digs his own grave
Published by: Sulaya Singha
  • Posted:July 27, 2018 2:19 pm
  • Updated:July 27, 2018 2:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঈশ্বরের ডাক এসেছে। তাই তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। এমন কারণ দেখিয়েই সম্প্রতি দিল্লিতে আত্মঘাতী একটা গোটা পরিবার। বুরারি পরিবারের ১১ সদস্যের মৃত্যুর খবর এবং আত্মহননের নেপথ্য কারণ শুনে শিউরে উঠেছিল গোটা দেশ। এবার খানিকটা সেই ঘটনারই পুনরাবৃত্তি অন্ধ্রপ্রদেশে। নিজেই নিজের কবর খুঁড়তে দেখা গেল ৭০ বছরের এক বৃদ্ধকে।

[ইউটিউবে ভিডিও দেখে স্ত্রীর প্রসবের ব্যবস্থা, স্বামীর হঠকারিতায় প্রাণ গেল মহিলার]

অন্ধ্রপ্রদেশের গুন্টুর এলাকার এক মাঠে লাচ্চি রেড্ডি নামে ওই ব্যক্তিকে মাটি খুঁড়তে দেখা যায়। যা একটি কবরের আকৃতিই নেয় শেষমেশ। কবরে নেমে মাপ-জোপ ঠিক আছে কি না, তাও খতিয়ে দেখে নেন তিনি। গোটা ঘটনা ক্যামেরাবন্দি করে এক ইংরাজি সংবাদমাধ্যম। ব্যাপারটা কী? প্রথমে কিছুই বোঝা যাচ্ছিল না। তারপর ওই ব্যক্তি জানালেন তিনি একটি বিশেষ কারণে ঠান্ডা মাথায় স্বেচ্ছায় নিজের কবর খুঁড়েছেন। কিন্তু কী সেই কারণ? প্রশ্ন করলে বৃদ্ধ জানান, ঈশ্বরের ডাক এসেছে। তাই তাঁকে এবার পৃথিবী থেকে বিদায় নিতে হবে। সুতরাং সবরকম ব্যবস্থা সেরে ফেলছেন এখনই। তাঁর যুক্তিতে হতবাক স্থানীয়রা। অপ্রীতিকর ঘটনা আটকাতে এরপর খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে পুলিশ।

Advertisement

[গুরুতর অসুস্থ করুণানিধি, চিকিৎসায় গঠন করা হল মেডিক্যাল বোর্ড]

পুলিশ জানায়, পুজো-আচ্চা নিয়েই থাকতেন লাচ্চি রেড্ডি। পরিবার ছেড়ে সাধুদের জীবনই অতিবাহিত করতেন। হঠাৎই একদিন তাঁর মনে হয় ঈশ্বর তাঁকে ডাকছেন। ঈশ্বরের নির্দেশ মেনে পৃথিবী ছাড়তেই কবর খোঁড়ার কাজ করছিলেন। তবে অঘটন ঘটার আগেই তাঁকে রক্ষা করে পুলিশ। ভবিষ্যতে যাতে এমন কোনও পদক্ষেপ তিনি না নেন, তার জন্য বৃদ্ধ ও তাঁর মেয়েকে কাউন্সেলিং করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement