Advertisement
Advertisement

কতটা শক্তপোক্ত প্রধানমন্ত্রীর চতুর্স্তরীয় নিরাপত্তা বলয়?

মাও চিঠি সামনে আসার পরেই উঠছে প্রশ্ন৷

Here’s why PM Modi’s security cover is impenetrable
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 9, 2018 2:48 pm
  • Updated:June 9, 2018 2:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনের ছক করছে মাওবাদীরা৷ সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই তথ্য৷ মাও নেতা প্রকাশকে পাকড়াও করে পুলিশের হাতে এসেছে একটি চিঠি যার মাধ্যমেই এই বিস্ফোরক তথ্য সামনে এসেছে৷ এরপরেই প্রধামন্ত্রীর নিরাপত্তা বিষয়ে রাতের ঘুম উড়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের৷ যে নিরাপত্তা বলয়ের মধ্যে আবর্তিত হন মোদি সেটা কতটা মজবুত তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ তবে নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এখনই এতটা আশঙ্কিত হওয়ার তেমন কিছু নেই৷ প্রধানমন্ত্রী মোদিকে কেন্দ্র করে থাকা চতুর্স্তরীয় নিরাপত্তা নিশ্ছিদ্র বলেই দাবি করছেন তাঁরা৷

১- সরকারি সফর ছাড়াও বিভিন্ন দলীয় প্রচার ও রোড শো-তে যেতে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ তখনই সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হয় তাঁর নিরাপত্তার বিষয়টি৷ জানা গিয়েছে, তাঁর নিরাপত্তার প্রথম স্তরে থাকেন স্পেশ্যাল প্রটেকশন গ্রুপ বা এসপিজি-র একাধিক কমান্ডর৷ একাধিক শারীরিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হয় তাঁদের৷ কটোরতম পরীক্ষায় পাশ করতে হয় তাঁদের৷ করা হয় সঠিক ব্যাকগ্রাউন্ড চেকিং৷

Advertisement

২- মোদির নিরাপত্তার দ্বিতীয় পর্যয়ে থাকেন তাঁর নিজস্ব নিরাপত্তারক্ষীরা৷ একজন কমান্ডরের চেয়ে কোনও অংশ কম হন না তাঁরা৷ শারীরিক পরীক্ষার সঙ্গে সঙ্গে মানসিক পরীক্ষাও দিতে হয় তাঁদের৷ কারণ কোনও রোড শো বা প্রচারে গেলে নজরে রাখতে হয় প্রধানমন্ত্রীর চারপাশে প্রতিটি মুভমেন্টের উপরে৷ ভিড়ের মধ্যে ও চারপাশের বাড়ির ছাদ থেকে শুরু করে সাধারণ মানুষের অঙ্গভঙ্গির দিতে কড়া নজর থাকে এঁদের৷

PM-guards-1

৩- তৃতীয় পর্যায়ে থাকেন ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি কমান্ডোরা৷ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ একটি স্পেশ্যাল ফোর্স হল এই বাহিনী৷ যেকোনও বড় সন্ত্রাসদমন অভিযান চালাতে এঁনারা পোক্ত হন৷ গেরিলা প্রশিক্ষণ ও কঠিনতম পরিস্থিতিতে অভিযান চালানোর শিক্ষা দিয়ে প্রস্তুত করা হয় এই বাহিনীকে৷ প্রশিক্ষণে উত্তীর্ণ হতে পারেন কয়েকজনই৷ তাঁদের মধ্যে থেকেই নির্দিষ্ট কয়েকজনকে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োগ করা হয়৷

৪- কোনও রাজ্য সফরে যখন যান প্রধানমন্ত্রী তখন সেখানকার পুলিশকে ব্যবহার করা হয় তাঁর নিরাপত্তার চতুর্থ স্তরে৷ এছাড়া থাকেন প্যারামিলিটারি জওয়ানরা৷ বিশেষ করে ভিড় সামাল দিতে বা যানজট নিয়ন্ত্রণের কাজে লাগানো হয় রাজ্য পুলিশকে৷ আর নিরাপত্তা দেন সেনা জওয়ানরা৷ যাতে কোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি থাকে তাঁদের৷

৫- নিরাপত্তারক্ষী ছাড়াও, প্রধানমন্ত্রী যে গাড়ি ও বিমান ব্যবহার করেন সেগুলি বিশেষ প্রযুক্তিতে তৈরি হয় তা৷ যেকোনও রকমের ক্ষেপণাস্ত্র হামলা ও বিস্ফোরণ থেকে নিরাপত্তা দিতে সক্ষম এই যানগুলি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement