সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার চার বছর পূর্ণ করল কেন্দ্রের মোদি সরকার৷ আর একবছর পরেই হয়তো তাদের মুখোমুখি হতে হবে আরও একটা লোকসভা নির্বাচনের৷ ফলে বছরখানেক আগে থেকেই লোকসভার প্রাথমিক প্রচারপর্ব শুরু করে দিল গেরুয়া শিবির৷ ঢাকঢোল পিটিয়ে চার বছরে কেন্দ্রের কাজকর্মের হাইটেক প্রচারপর্বের রূপরেখা তৈরি করে ফেললেন অমিত শাহ অ্যান্ড কোম্পানি৷ এই প্রচারের পর্বের শুরুতেই নয়া স্লোগান ও একটি তিন মিনিটের ভিডিও প্রকাশ করা হয়েছে৷ সমস্ত মাধ্যমে চলছে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের বিজ্ঞাপন ও সম্প্রচার৷ পাশাপাশি প্রচারপর্বে বিশিষ্টদের মন পেতেও মরিয়া পদ্মশিবির৷ আগামী পনেরো দিনে দেশের এক লক্ষ বিশিষ্ট মানুষের সঙ্গে জনসংযোগের পরিকল্পনা নিয়ে ময়দানে নামতে চলেছে তারা৷
[উন্মত্ত জনতার রোষ থেকে একাই মুসলিম যুবককে বাঁচিয়ে হিরো গগনদীপ]
For us, it is always India First.
With the best intent and complete integrity, we have taken futuristic and people-friendly decisions that are laying the foundations of a New India. #SaafNiyatSahiVikas pic.twitter.com/xyYx6KFIv3
— Narendra Modi (@narendramodi) May 26, 2018
চার বছর ধরে কেন্দ্রীয় সরকারের প্রতি বিশ্বাস রাখার জন্য ও তাদের কাজ চালাতে সাহায্য করায় শনিবার সকাল সকাল টুইটারে দেশের সমস্ত মানুষকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি জানান, এই ভাবেই কাজ করে যাবে সরকার৷ আগামিকাল অর্থাৎ রবিবার থেকে জনসংযোগের মাধ্যমে তাদের প্রচারপর্বের কাজ শুরু করতে চলেছে বিজেপি৷ কেমন হতে হলেছে এই প্রচার? জানা গিয়েছে, প্রচারপর্বের বিস্তারিত বিবরণ সম্বলিত একটি করে চিঠি সমস্ত রাজ্যের বিজেপি নেতৃত্ব ও কেন্দ্রীয় নেতাদের পাঠিয়েছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুণ সিং৷ সেখানে বলা হয়েছে, আগামিকাল থেকে পনেরদিন ধরে প্রতিটি বিজেপি নেতা ২৫ জন করে বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন৷ তাদের সামনে পেশ করবেন গত চারবছরে কেন্দ্রীয় সরকারের কাজের খতিয়ান৷ জেনে নেবেন মোদি সরকারের প্রতি তাদের ধারণা৷ প্রতিটি রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে সংখ্যালঘু এলাকায় গিয়ে সেখানকার মানুষদের সঙ্গে বেশি করে কথা বলার৷ প্রচার করার মোদি অ্যাপের৷ এই ভাবে আগামী পনেরো দিনে দেশের এক লক্ষ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে জনসংযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের সমস্তস্তরের নেতাদের৷
[আন্দামানে প্রবেশ বর্ষার, সময়ের আগেই আগমনের সম্ভাবনা বাংলায়]
देश का बढ़ता जाता विश्वास… साफ़ नीयत, सही विकास #SaafNiyatSahiVikas pic.twitter.com/WBVOEdNWMs
— Narendra Modi (@narendramodi) May 26, 2018
‘অব কি বার মোদি সরকার’- এই স্লোগান দিয়ে ২০১৪-র লোকসভা নির্বাচনের হাইটেক প্রচারে ঝড় তুলেছিল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি। তখন মূল প্রতিপক্ষ ছিল কংগ্রেস। ইস্যু ছিল তাদের দশ বছরের শাসনকালে একাধিক কেলেঙ্কারি। তবে এখন চিত্রটা ঠিক উলটে গিয়েছে। ক্ষমতায় মোদি সরকার। আর এখন তাদের প্রতিপক্ষ কংগ্রেস-সহ উদিয়মান ফেডারাল ফ্রন্ট। যেখানে একজোট হচ্ছে বিভিন্ন আঞ্চলিক দলগুলি। তাদের হাতে রয়েছে সরকার বিরোধী একাধিক ইস্যু। ২০১৪-তে যেটা ছিল একের বিরুদ্ধে এক লড়াই। এবার সেটা হচ্ছে অনেকের বিরুদ্ধে একের লড়াই। রাজনৈতিক মহলের মতে, মুখে স্বীকার না করলেও মোদি-শাহরা ভালোই বুঝতে পারছেন ২০১৯-এ লড়াইটা সহজ হবে না। তাই হয়তো তড়িঘড়ি নেমে পড়লেন লড়াইয়ের ময়দানে। বেঁধে দিলেন ২০১৯-এর লোকসভা ভোটের গেরুয়া শিবিরের মন্ত্র ‘সাফ নিয়ত, সহি বিকাশ। ২০১৯ পে ফির মোদি সরকার।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.