Advertisement
Advertisement
BJP

৩৮ দলের NDA’র চলার পথ কি মসৃণ? বিরোধী জোটে ‘দুঃস্বপ্ন’ দেখছে বিজেপি!

জোটসঙ্গীদের সঙ্গে বোঝাপড়া কতটা কঠিন হবে মোদির?

Here is why understanding with each NDA ally will be no cakewalk for BJP। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 18, 2023 5:08 pm
  • Updated:July 18, 2023 5:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধী জোট শক্তিশালী হতেই আতঙ্কিত বিজেপি (BJP)। শক্তি দেখাতে মঙ্গলবারই ৩৮ দলের এনডিএ’র (NDA) শক্তি প্রদর্শনের সিদ্ধান্ত গেরুয়া শিবিরের। কিন্তু রাজধানীর অশোকা হোটেলে ‘বিগ শো’র পরিপ্রেক্ষিতেও খটকা থেকেই যাচ্ছে। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, জোটসঙ্গীদের মন বুঝে সবাইকে একসঙ্গে ধরে রাখার কাজটা খুব সহজ হবে না বিজেপির পক্ষে। বিশেষ করে বিহার ও মহারাষ্ট্রের মতো রাজ্যে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিহারে বিজেপি নীতীশ কুমারের জেডিইউ ও রামবিলাস পাসোয়ানের এলজেপির হাত ধরেছিল। ৪০টি আসনের মধ্যে ৩৯টিতেই জয় পেয়েছিল এনডিএ। এর মধ্যে বিজেপি পেয়েছিল ১৭টি আসন। জেডিইউ ১৬ ও এলজেপি ৬। কিন্তু গত কয়েক বছরে পুরো ছবিটাই পালটে গিয়েছে। নীতীশের সঙ্গে গেরুয়া শিবিরের ছাড়াছাড়ি হয়ে গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ২০ লক্ষ কোটির দুর্নীতির ‘গ্যারান্টি’ বৈঠক! বিরোধী জোটের সম্মেলন শুরুর আগে তোপ মোদির]

২০২০ সালে রামবিলাস পাসোয়ানের মৃত্যুর পর এলজেপি ভেঙে গিয়েছে। চিরাগ পাসোয়ান ও তাঁর কাকা পশুপতি পারসের মধ্যে বিবাদ তৈরি হয়েছে। বিজেপি চাইছে দুই পক্ষকেই সঙ্গে নিয়ে চলতে। কিন্তু চিরাগের হাত ধরতে নারাজ পশুপতি। এই পরিস্থিতি সামাল দেওয়াটা বিজেপির পক্ষে প্রবল চ্যালেঞ্জের। অন্যদিকে উপেন্দ্র কুশওয়ালা ও জিতান রাম মাঝির মতো নেতাদের সঙ্গে আসন বণ্টন নিয়ে বোঝাপড়াও করতে হবে। সব মিলিয়ে বিহারে বিজেপির পক্ষে কাজটা বেশ চাপের।

একই ভাবে মহারাষ্ট্রের ছবিটাও বেশ গোলমেলে। ২০১৯ সালে শিব সেনার সঙ্গে হাত মিলিয়েছিল বিজেপি। ৪৮টি আসনের মধ্যে ২৩টি জিতেছিল বিজেপি। শিব সেনা পেয়েছিল ১৮টি আসন। কিন্তু পরে মহারাষ্ট্রের নির্বাচনে শিব সেনা বিজেপির হাত ছেড়ে এনসিপি ও কংগ্রেসকে নিয়ে সরকার গঠন করেছিল। গত বছর শিব সেনা ভেঙে যায়। ভাঙে এনসিপিও। দুই ভাঙনের পিছনেই বিজেপির ‘উসকানি’র অভিযোগ রয়েছে। কিন্তু তাতেও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে খুব স্বস্তিতে নেই বিজেপি। অজিত পওয়ার শিবিরের এনডিএ সরকারে যোগদানকে মোটেই ভাল চোখে দেখছে না শিণ্ডে শিবির।

[আরও পড়ুন: ‘বিপুল খরচ, লাভ নেই’, কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব ছাড়ল অস্ট্রেলিয়া]

এদিকে হরিয়ানায় দুষ্মন্ত চৌতালার জেজেপির সঙ্গে মিলে সরকার চালাচ্ছে বিজেপি। কিন্তু আগামী লোকসভা নির্বাচনে ১০টি আসনেই প্রতিদ্বন্দ্বিতাই করতে চায় গেরুয়া শিবির। যার ফলে জেজেপির সঙ্গে তাদের ভাঙন কেবলই সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।

এভাবেই প্রতিটি রাজ্যেই কমবেশি জোটসঙ্গীদের সঙ্গে সমীকরণ নিয়ে নতুন করে চিন্তাভাবনা করতে হচ্ছে বিজেপিকে। বলা হচ্ছে, বিরোধী জোটের বৈঠক ঘিরে কোথাও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে মোদির। আর তাই নতুন করে জোটসঙ্গীদের সঙ্গে সমীকরণ ঝালিয়ে নিয়ে বুঝেশুনে চব্বিশের ব্লু প্রিন্ট তৈরি করে এগনোর পরিকল্পনা তাদের। কিন্তু কাজটা যে বেশ কঠিন, সেব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহলের একাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement