সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও প্যান-আধার সংযোগ করাননি? নতুন বছরে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আপনার প্যান কার্ড (PAN Card)। এমনই হুঁশিয়ারি দিয়ে রাখল সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স (CBDT)।
আয়কর দপ্তরের তরফে টুইট করে জানানো হয়েছে, প্যান-আধার সংযুক্তিকরণের শেষ তারিখ ২০২৩-এর ৩১ মার্চ। এর মধ্যে সংযুক্তিকরণ না হলে প্যান কার্ড আর কাজ করবে না। তাই আর দেরি না করে দ্রুত প্যান-আধার (Aadhar Card) সংযুক্তিকরণ করে ফেলুন।
উল্লেখ্য, ২০২২ সালের ৩১ মার্চ তারিখের মধ্যে প্যান-আধার সংযুক্তিকরণের শেষদিন ছিল। এই সময়ের মধ্যে যারা সংযোগ করাননি তাদের হাজার টাকা জরিমানা গুনতে হচ্ছে। তবে তাঁদের প্যানকার্ড নিষ্ক্রিয় হয়নি। কিন্তু আগামী মার্চের পর আর কাজ করবে না এই প্যানকার্ডগুলি।
आयकर अधिनियम, 1961 के अनुसार, पैन को आधार से लिंक करने की अंतिम तिथि, उन सभी पैन धारकों के लिए जो छूट की श्रेणी में नहीं आते हैं, 31.3.2023 है। पैन को आधार से लिंक न करने पर पैन निष्क्रिय हो जाएगा।
देर न करें, आज ही लिंक करें! pic.twitter.com/mrtqP7nqNL— Income Tax India (@IncomeTaxIndia) November 18, 2022
ইতিপূর্বে একাধিকবার প্যান-আধার সংযোগের সময়সীমা বাড়িয়েছিল আয়কর দপ্তর। কিন্তু এবার আর সেই মেয়াগ বৃদ্ধি করা হয়নি। আগামী ৫ মাসের মধ্যে এই দুই গুরুত্বপূর্ণ নথির সংযুক্তিকরণ না করা হলে কড়া পদক্ষেপ নিতে চলেছে আয়কর দপ্তর।
কীভাবে প্যানকার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ করা যাবে?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.