Advertisement
Advertisement

Breaking News

PAN Card

এখনও এই কাজটি করেননি? নতুন বছরে নিষ্ক্রিয় হতে পারে আপনার প্যান কার্ড

হুঁশিয়ারি আয়কর দপ্তরের।

Here is why linking Aadhar with PAN is a must | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 22, 2022 9:52 am
  • Updated:November 22, 2022 10:18 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও প্যান-আধার সংযোগ করাননি? নতুন বছরে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আপনার প্যান কার্ড (PAN Card)। এমনই হুঁশিয়ারি দিয়ে রাখল সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স (CBDT)।

আয়কর দপ্তরের তরফে টুইট করে জানানো হয়েছে, প্যান-আধার সংযুক্তিকরণের শেষ তারিখ ২০২৩-এর ৩১ মার্চ। এর মধ্যে সংযুক্তিকরণ না হলে প্যান কার্ড আর কাজ করবে না। তাই আর দেরি না করে দ্রুত প্যান-আধার (Aadhar Card) সংযুক্তিকরণ করে ফেলুন।

Advertisement

[আরও পড়ুন: মেঙ্গালুরু বিস্ফোরণ: নাশকতায় ISIS যোগ, বাড়িতেই বিস্ফোরক বানাত ধৃত]

উল্লেখ্য, ২০২২ সালের ৩১ মার্চ তারিখের মধ্যে প্যান-আধার সংযুক্তিকরণের শেষদিন ছিল। এই সময়ের মধ্যে যারা সংযোগ করাননি তাদের হাজার টাকা জরিমানা গুনতে হচ্ছে। তবে তাঁদের প্যানকার্ড নিষ্ক্রিয় হয়নি। কিন্তু আগামী মার্চের পর আর কাজ করবে না এই প্যানকার্ডগুলি।

 

ইতিপূর্বে একাধিকবার প্যান-আধার সংযোগের সময়সীমা বাড়িয়েছিল আয়কর দপ্তর। কিন্তু এবার আর সেই মেয়াগ বৃদ্ধি করা হয়নি। আগামী ৫ মাসের মধ্যে এই দুই গুরুত্বপূর্ণ নথির সংযুক্তিকরণ না করা হলে কড়া পদক্ষেপ নিতে চলেছে আয়কর দপ্তর।

[আরও পড়ুন: বিজেপি ক্ষমতায় থাকলে ভারত-পাক শান্তি সম্ভব নয়, দাবি ইমরানের]

কীভাবে প্যানকার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ করা যাবে?

  • আয়কর দপ্তরের ওয়েবসাইটে লগইন করুন।
  • ওয়েবসাইটের কুইক লিংক অপশনে যান এবং লিংক আধার অপশনে ক্লিক করুন।
  • নতুন উইন্ডো খুলবে।
  • সেখানে আধার নম্বর, প্যান নম্বর ও মোবাইল নম্বর দিতে হবে।
  • ‘আই ভ্যালিডেট মাই আধার ডিটেলস’-নামে একটি অপশন খুলবে।
  • মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে ভ্যালিডেট অপশন ক্লিক করুন।
  • জরিমানা দরুন ১০০০ টাকা দিতে হবে। তারপরই লিংক হয়ে যাবে আপনার প্যান ও আধার কার্ড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement