Advertisement
Advertisement
Delhi

দিল্লিতে সাতের মধ্যে ছয় আসনেই প্রার্থী বদল বিজেপির! রইলেন কেবল মনোজ তিওয়ারি, কেন এই সিদ্ধান্ত

প্রতিটি আসন নিয়েই আলাদা করে চিন্তাভাবনা করেছে গেরুয়া শিবির।

Here is why BJP dropped all Delhi MPs except Manoj Tiwari
Published by: Biswadip Dey
  • Posted:March 14, 2024 7:53 pm
  • Updated:March 14, 2024 7:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুদফায় লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) ২৬৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। তালিকা খতিয়ে দেখে ওয়াকিবহাল মহলের দৃঢ় ধারণা, প্রতিটি আসন নিয়েই আলাদা করে চিন্তাভাবনা করেছে গেরুয়া শিবির। এর মধ্যে অন্যতম দিল্লি। ২০১৪ ও ২০১৯ সালের নির্বাচনে সাতটির মধ্যে সাতটিতেই জিতেছিল বিজেপি (BJP)। তবুও এবার সাত প্রার্থীর মধ্যে ছজনই নতুন। পুরনো কেবল একজনই। তিনি মনোজ তিওয়ারি।

আর এখানেই উঠেছে প্রশ্ন। কেন ভোজপুরী সিনে জগৎ থেকে রাজনীতিতে আসা মনোজকেই (Manoj Tiwari) একমাত্র ভরসা করল বিজেপি? বাকিদের সরিয়ে দেওয়া হল। সমাজবাদী পার্টি থেকে পদ্ম শিবিরে যোগ দেন মনোজ। ২০১৪ সালে উত্তরপূর্ব দিল্লি থেকে জয়ী হন তিনি। ২০১৯ সালেও জয়ের ধারা বজায় থাকে তাঁর। দেখা যায়, ভোটের ব্যবধান বেড়েছে ২ লক্ষের বেশি। সাম্প্রতিক সময়ে দিল্লির (Delhi) আবগারি কাণ্ডে আম আদমি পার্টি সরকারের বিরুদ্ধে সবচেয়ে সরব বিজেপি সাংসদদের মধ্যেও তিনি ছিলেন অন্যতম। আর সেই কারণেই সম্ভবত তাঁকে প্রার্থী করা হল।

Advertisement

[আরও পড়ুন: অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ বিজেপির, ময়দানে নামার সময় জানিয়ে দিলেন তৃণমূলের ‘সেনাপতি’]

অন্যদিকে বাদ পড়া সাংসদরা হলেন মীনাক্ষি লেখি, হর্ষ বর্ধন, রমেশ বিধুরি, প্রবেশ সাহিব সিং ভার্মা, গৌতম গম্ভীর ও হংস রাজ হংস। তাঁদের মধ্যে বিধুরি ও ভার্মার বিরুদ্ধে অভিযোগ, বিতর্কিত মন্তব্য করার। যে মন্তব্যে দলকে অস্বস্তিতে পড়তে হয়েছে। অন্যদিকে গৌতম গম্ভীর অনেকদিন থেকেই অব্যাহতি চাইছিলেন। ক্রিকেট সংক্রান্ত কাজকর্মেই মন দিতে চান তিনি। তাঁর অনুরোধে সাড়া দিল বিজেপি নেতৃত্ব। এদিকে

[আরও পড়ুন: ‘বিজেপিতে ফিরছি, লাইনে আরও বড় নেতা’, বিস্ফোরক দাবি ‘গেরুয়া’ অর্জুনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement