Advertisement
Advertisement
ITR

৩১ জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন জমা করেননি? জেনে নিন কী করবেন

৩১ ডিসেম্বর পর্যন্ত সুযোগ রয়েছে আয়কর রিটার্ন জমা দেওয়ার।

Here is what to do if you Missed ITR filing deadline। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 1, 2023 4:37 pm
  • Updated:August 1, 2023 4:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার, ৩১ জুলাই ছিল ২০২৩-৩৪ অর্থবর্ষের আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার শেষ দিন। কিন্তু কোনওভাবে যদি এই তারিখটি আপনি মিস করে থাকেন, আতঙ্কিত হওয়ার কিছুই নেই। এখনও সুযোগ রয়েছে আয়কর রিটার্ন জমা দেওয়ার। জেনে নিন কী করবেন-

এই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সুযোগ রয়েছে আয়কর রিটার্ন জমা দেওয়ার। তবে এর জন্য গুনতে হবে জরিমানা। আর জরিমানার অঙ্ক হতে পারে সর্বোচ্চ ৫ হাজার টাকা। আপনার বার্ষিক আয় যদি ৫ লক্ষ টাকা পর্যন্ত হয়, তাহলে ১,০০০ টাকা জরিমানা হবে। ৫ লক্ষের বেশি আয়ের ক্ষেত্রে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য জরিমানার পরিমাণ ৫,০০০ টাকা। তবে এক্ষেত্রে একটা নিয়ম রয়েছে। আর সেই নিয়মানুযায়ী, যদি সত্যিই আপনার ডেডলাইন মিস করার সঙ্গত কারণ থেকে থাকে এবং সেবিষয়ে সংশ্লিষ্ট অফিসারকে অবগত করা যায়, তবে আপনাকে কোনও জরিমানা দিতে নাও হতে পারে।

Advertisement

[আরও পড়ুন: ঋণ দেবেন চিনা ব্যাংক কর্তা! রাজস্থানে বসে কলকাতায় ফাঁদ, তদন্তে লালবাজার]

যদি এমন হয়, আপনার রোজদার আয়কর সীমার নিচে, সেক্ষেত্রে আপনি ৩১ জুলাইয়ের পরে আয়কর রিটার্ন জমা করতে গেলেও আপনাকে কোনও জরিমানা দিতে হবে না। আর ডেডলাইন মিস করার পর আয়কর রিটার্নের ক্ষেত্রে ১৩৯(৪)-কে বেছে নিতে হবে, ১৩৯(১)-এর পরিবর্তে।

[আরও পড়ুন: ‘ছেড়ে দিন, বাড়ি যাব’, সামান্য সুস্থ হতেই চিকিৎসকদের কাছে ‘আবদার’ বুদ্ধদেব ভট্টাচার্যর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement