নন্দিতা রায়, নয়াদিল্লি: কর্ণাটকে কি গদিচ্যুত হতে চলেছে বিজেপি? উত্তর মিলবে শনিবার। দক্ষিণে নিজেদের শেষ দুর্গ বিজেপি (BJP) রক্ষা করতে পারবে কিনা, তা নিয়ে রাজনৈতিক মহলে রীতিমতো উত্তপ্ত আলোচনা শুরু হয়ে গিয়েছে। শুধু রাজনৈতিক মহল কেন, সাট্টা বাজারেও ব্যাপক হারে চলছে বাজি ধরা। চলছে দরকষাকষি। আর মুহূর্তে সাট্টার দর কষাকষিতে বিজেপির থেকে অনেকটা এগিয়ে কংগ্রেস।
দেশের সবচেয়ে বড় ৭টি সাট্টা বাজারই বলছে, কর্ণাটকে এবার পালাবদল হচ্ছে। কোনও ত্রিশঙ্কু বিধানসভা নয়, হইহই করে ক্ষমতায় ফিরছে কংগ্রেস (Congress)। কোনও কোনও সাট্টা বাজারের হিসাবে কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা, এক্সিট পোলের পূর্বানুমানের চেয়ে অনেক বেশি। দেশের অন্যতম বড় সাট্টাবাজার রাজস্থানের ফালোদি। এই ফালোদি সাট্টা বাজারের বাজির হিসাবে বলছে, কর্ণাটকে কংগ্রেস পেতে পারে ১৩৭টি আসন। ৫৫টি আসন পেতে পারে বিজেপি। আর জেডিএস পেতে পারে ৩০টি আসন।
পালানপুর সাট্টা বাজারের হিসাবে কংগ্রেস পেতে পারে ১৪১টি আসন। বিজেপির দখলে যেতে পারে ৫৭টি আসন, জেডিএস ২৪টি আসন পেতে পারে। বোহরি সাট্টা বাজারের হিসাবও কমবেশি একইরকম। এই বাজারের বাজি অনুযায়ী কংগ্রেস পেতে পারে ১৪৯টি আসন। বিজেপি মাত্র ৪৮ আর জেডিএস ১২টি আসন পেতে পারে। কারনাল সাট্টা বাজারের হিসাবটা অবশ্য খানিকটা আলাদা। এই বাজারের বাজি অনুযায়ী সামান্য স্বস্তিতে বিজেপি। কারনালের হিসাবে কংগ্রেস পেতে পারে ১২৪টি আসন। বিজেপির দখলে যেতে পারে ৬৯টি আসন। ২৪ আসন পেতে পারে জনতা দল সেকুলার (Janata Dal Secular)।
কর্ণাটকের বেলগাভি সাট্টা বাজারের হিসাবে কংগ্রেসের দখলে যেতে পারে ১৩৬টি আসন। বিজেপির দখলে ৫৬টি এবং জেডিএসের (JDS) দখলে যেতে পারে ৩০টি আসন। কলকাতার সাট্টা বাজারেও কংগ্রেস এগিয়ে রয়েছে। কলকাতার বাজারের হিসাবে অনুযায়ী কংগ্রেস পেতে পারে ১৩২টি আসন। বিজেপি পেতে পারে ৫৬টি আসন। জেডিএস পেতে পারে ৩৪টি আসন। এই সাট্টা বাজারের হিসাব যদি সত্যি হয়, তাহলে কর্ণাটকে নিজের দমে ক্ষমতায় ফিরবে কংগ্রেস। সাতটি সাট্টা বাজারের গড় হিসাবে কংগ্রেস পেতে পারে ১২৪টি আসন। বিজেপি পেতে পারে ৬৫টি এবং ২৬টি আসন পেতে পারে ২৬টি আসন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.