ফাইল ছবি।
সোমনাথ রায়, নয়াদিল্লি: ‘সুপ্রিম’ রায়ে আপাতত বহাল এসএসসির প্রায় ২৬ হাজার চাকরি। আপাতত ফেরত দিতে হবে না বেতনও। শীর্ষ আদালতের রায়ে স্বস্তি মিললেও ‘কাঁটা’ মুচলেকা। আদালত জানিয়েছে, এসএসসির ২০১৬ সালের প্যানেলের প্রত্যেককে এই মর্মে মুচলেকা দিতে হবে যে, যাঁরা অবৈধভাবে চাকরি পেয়েছেন প্রমাণ হবে, তাঁদের ৭ মে থেকে রায়ের দিন পর্যন্ত প্রাপ্ত বেতন সুদ-সহ ফেরত দিতে হবে। ফলে প্রায় ২৬ হাজার ‘চাকরিহারা’ পুরোপুরি স্বস্তি পেল না।
কলকাতা হাই কোর্টের রায়ে বাতিল হয়েছিল এসএসসির ২০১৬ সালের প্যানেলের ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। ওই মামলার শুনানি শেষে আপাতত চাকরি বাতিলের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি আগামী ১৬ জুলাই। চাকরিহারাদের ১২ শতাংশ হারে বেতন ফেরানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এদিন আদালত বলে, যোগ্য-অযোগ্য বাছাই করা গেলে পুরো প্যানেল বাতিল করা বৈধ নয়। তার ফলে সার্বিক অভিঘাত আসবে, তা মাথায় রাখতে হবে।
বিতর্ক ছিল সুপারনিউমেরিক পদে নিয়োগ নিয়ে। এদিন সুপ্রিম কোর্টে রাজ্য জানিয়েছে, সুপারনিউমেরিক পদে কোনও নিয়োগ হয়নি। তাই মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। তবে মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না তদন্তকারীরা। পরবর্তী শুনানি আগামী ১৬ জুলাই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.