প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তান (Afghanistan) নিয়ে আপাতত ‘ধীরে চলো’ নীতি গ্রহণ করেছে ভারত। তালিবানের সরকারকে মান্যতা দেওয়া হবে কি না, এই প্রশ্নের ‘সদুত্তর’ খুঁজতে ব্যস্ত সাউথ ব্লক। এহেন অবস্থায় রাশিয়াও যে তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত না নিয়ে পরিস্থিতি মাপছে, সেই ইঙ্গিত দিলেন ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত নিকোলাই কুদাশেভ।
সোমবার সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ রাষ্ট্রদূত নিকোলাই কুদাশেভ বলেন, আফগানিস্তান নিয়ে ভারত ও রাশিয়ার চিন্তাভাবনা ‘অনেকটাই কাছাকাছি’। দুই দেশই চায় যে যুদ্ধজর্জর দেশটিতে আফগানদের দ্বারা আফগান সরকার গঠন হোক। এই বিষয়ে কুদাশেভের মন্তব্য, “আফগানিস্তানে দুই দেশ যা চাইছে সেটা হল–শান্তি, নিরাপত্তা ও সবাইকে নিয়ে গঠিত হওয়া আফগান সরকার দেশের জনতার প্রয়োজন পূরণ করবে। ভারতও এমনই চায়। এবং আমরাও এই চিন্তা করছি।”
সন্ত্রাসবাদ নিয়ে প্রশ্ন করা হলে রুশ রাষ্ট্রদূত বলেন, “আপনাদের (ভারতের) মতো আফগানিস্তানে ফের সন্ত্রাসবাদী কর্যকলাপ বাড়ার আশঙ্কা আমরাও করছি। তবে এই মুহূর্তে আমরা যা করতে পারি সেটা হচ্ছে, পরিস্থিতির মোকাবিলা করা ও প্রয়াস করা যাতে আফগানিস্তানে পরিস্থিতি আরও খারাপ না হয়।”
তাৎপর্যপূর্ণ ভাবে, তালিবান (Taliban) কাবুল দখল করার পর মস্কো ও চিনের মুখে আকর্ণ বিস্তৃত হাসি দেখা গিয়েছিল। তবে প্রাথমিক ধাক্কা কেটে যাওয়ার পর এখন মস্কোয় ততটা উচ্ছ্বাস নেই। একইসঙ্গে তালিবানের হয়ে সওয়াল করে ‘বন্ধু’ ভারতকে আরও আমেরিকার কাছাকাছি ঠেলে দিতে চায় না পুতিন প্রশাসন। তাই আপাতত ‘ধীরে চলো’ নীতি গ্রহণ করেছে রাশিয়া। বিশ্লেষকদের মতে, আমেরিকা, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার তৈরি ‘কোয়াড’-এর পালটা আরও এক ‘কোয়াড’ আফগানিস্তানকে কেন্দ্র করে গড়ে উঠছে। চিন, পাকিস্তান, রাশিয়া ও ইরান। এই চতুর্ভুজের প্রথম দু’জন বহু বছর ভারতের মিত্র নয়। ফলে ভারতের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.