ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর কোন সময়ে হবে CBSE বোর্ডের পরীক্ষা? বছরের শেষদিনে জানাবেন, এমনটাই জানিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। সেই ঘোষণা মতো বৃহস্পতিবার আগামী বর্ষের CBSE পরীক্ষার দিনক্ষণ জানালেন তিনি। জানান, জানুয়ারি–ফেব্রুয়ারি নয়, আগামী বছর মার্চ মাস থেকে শুরু হবে CBSE বোর্ডের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো। লিখিত পরীক্ষা শুরু হবে মে মাস থেকে। চলবে ১০ জুন পর্যন্ত। ফল প্রকাশিত হবে ১৫ জুলাইয়ের মধ্যে। এর পাশাপাশি এটাও জানালেন, অফলাইনেই হবে সমস্ত পরীক্ষা। অর্থাৎ পড়ুয়াদের নির্দিষ্ট কেন্দ্রে গিয়েই পরীক্ষা দিতে হবে।
শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এদিন ভিডিও বার্তায় জানান, করোনার সংক্রমণ এবং নতুন স্ট্রেইনের কথা মাথায় রেখে জানুয়ারি–ফেব্রুয়ারি মাসে কোনও পরীক্ষা নেওয়া হবে না। মার্চ মাস থেকে শুরু হবে CBSE বোর্ডের প্রাকটিক্যাল পরীক্ষাগুলো। এরপর ৪ মে থেকে শুরু হবে লিখিত পরীক্ষা। সেই পরীক্ষা ১০ জুনের মধ্যে শেষ হবে। তারপর ১৫ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হবে ফলাফলও। প্রত্যেক পড়ুয়া CBSE বোর্ডের ওয়েবসাইট থেকে নিজেদের শ্রেণি অনুযায়ী পরীক্ষার সূচি ডাউনলোড করতে পারবে।
We have decided to conduct Class 10th & Class 12th CBSE board exams from May 4. The exams will conclude by June 10, 2021. Results will be out by July 15: Union Education Minister Ramesh Pokhariyal pic.twitter.com/UcRMBhqgRj
— ANI (@ANI) December 31, 2020
Schools will be allowed to conduct Practical/Project/Internal Assessment of Class 10th & Class 12th from March 1, 2021 to last date of conduct of theory examination of these classes. Date sheet of both Class 10th & 12th will be issued soon: Central Board of Secondary Education
— ANI (@ANI) December 31, 2020
এদিন ভিডিও বার্তার শুরুতে দেশের শিক্ষক, অভিভাবক, পড়ুয়াদের উদ্দেশে বার্তা দেন রমেশ পোখরিয়াল নিশঙ্ক। কেন্দ্রের নতুন শিক্ষানীতির প্রশংসা করেন। করোনা আবহেও শিক্ষকরা যেভাবে ছাত্রছাত্রীদের পড়িয়েছেন, সেই প্রসঙ্গটিও তুলে ধরেন। এরপরই জানান, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে আগামী বছর জানুয়ারি–ফেব্রুয়ারি মাসে কোনও পরীক্ষা রাখা হয়নি। সূচি ঘোষণার পর পড়ুয়াদের শুভেচ্ছাও জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।
Announcing the date of commencement for #CBSE board exams 2021. @SanjayDhotreMP @EduMinOfIndia @cbse @mygovindia @MIB_India @PIB_India @DDNewslive https://t.co/PHiz3EwFvz
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) December 31, 2020
চলতি বছর করোনা ভাইরাসের (Coronavirus) থাবায় বাতিল হয়েছিল দেশের প্রায় সমস্ত বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। CBSE, ICSE-সহ কেন্দ্রীয় বোর্ডের পড়ুয়াদের মূল্যায়ণ হয়েছিল ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে। সেইমতো মার্কশিটও দেওয়া হয়। এবার সামনে আরও একটি বোর্ড পরীক্ষা। তবে এখনও সংক্রমণ কমার কোনও নাম নেই। তার মধ্যেই এদিন সূচি ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। অবশ্য পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন থাকায়, এই রাজ্যগুলোতে পরীক্ষা কখন হবে সেই নিয়ে কিছুটা হলেও ধন্দ রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.