Advertisement
Advertisement

Breaking News

PM Modi

শরিকি চাপে নিজের দলেই কাটছাঁট! মোদির সঙ্গে শপথ নেবেন কারা?

বাংলা থেকে মন্ত্রী হচ্ছেন কেউ?

Here is the likely combination of PM Modi's cabinet

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:June 8, 2024 10:56 am
  • Updated:June 8, 2024 10:56 am  

নন্দিতা রায়, নয়াদিল্লি: সাতের মধ্যে মাত্র ২! শরিকি চাপে নিজের দলেই কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন নরেন্দ্র মোদি! সূত্রের খবর, মোদির সঙ্গে শপথ নেবেন মোট ১৮ জন। এর মধ্যে ৭ জন পূর্ণ মন্ত্রী রয়েছে। তাঁদের মধ্যে মাত্র ২ জন বিজেপির। বাকিরা শরিক দলের সদস্য বলেই খবর।

গণতন্ত্রে সর্ববৃহৎ দল হলেও সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিজেপি। ফলে সরকার গড়তে শরিকদের উপর নির্ভর করতে হচ্ছে মোদি-শাহদের। এই সুযোগে বিজেপির উপর চাপ বাড়িয়েছেন চন্দ্রবাবু নায়ডু, নীতীশ কুমারের মতো শরিক নেতারা। ক্যাবিনেট মন্ত্রিত্ব ভাগাভাগি নিয়ে চলছে দর কষাকষি। সূত্রের খবর, এদিন রবিবার মোদির সঙ্গে যে ৭ জন পূর্ণমন্ত্রী শপথ নেবেন তাঁদের মধ্যে দুজন চন্দ্রবাবুর টিডিপি, দুজন নীতীশ কুমারের জেডিইউ এবং একজন শিব সেনার সদস্য। বাকি দুজন বিজেপির। বাকিরা প্রতিমন্ত্রী বা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে খবর।

Advertisement

[আরও পড়ুন: শিয়ালদহ স্টেশনে ঢুকছে না বহু ট্রেন, শনিবারেও ভোগান্তির শিকার যাত্রীরা]

চব্বিশের লোকসভা ভোটে (2024 Lok Sabha Election)বিজেপি বাংলায় জিতেছে ১২টি আসন। উনিশে যা ছিল ১৮। সেসময় দু-চারজন সাংসদ ঘুরেফিরে কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেয়েছিলেন। আসানসোল থেকে জয়ী বাবুল সুপ্রিয়, আলিপুরদুয়ারের জন বার্লা, বাঁকুড়ার সুভাষ সরকারের পর কোচবিহারের নিশীথ প্রামাণিক ও বনগাঁর শান্তনু ঠাকুর বিভিন্ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তবে পূর্ণমন্ত্রিত্ব জোটেনি কারও কপালে। এবার তো জয়ের হার আরও কম। তবে কি মোদির তৃতীয় মন্ত্রিসভায় আদৌ কারও জায়গা হবে? জয়ী বিজেপি প্রার্থীরাও এ বিষয়ে ঘোর সংশয়ে। সূত্রের দাবি, তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন মোদির সঙ্গে।

[আরও পড়ুন: রোদের তেজে চকচকে মাখন শরীর, ‘তোমাদের রাণী’র অনিশার রূপে উত্তাল সমুদ্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement