Advertisement
Advertisement

Breaking News

মন্ত্রী

এক ফোনে মন্ত্রিত্ব! কারা কারা ডাক পাচ্ছেন শপথে? জোর জল্পনা বিজেপি শিবিরে

বাংলা থেকে ডাক পেয়েছেন দেবশ্রী-শান্তনু-বাবুল।

here is the full list of MPs to be sworn in as ministers
Published by: Subhajit Mandal
  • Posted:May 30, 2019 3:49 pm
  • Updated:May 30, 2019 3:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কে কে ফোন পেলেন? দাদা, আপনি ফোন পেয়েছেন? রাজধানীর ‘করিডর অব পাওয়ার’-এ কান পাতলেই এ প্রশ্ন শোনা যাচ্ছে। আসলে, এই ফোনটিই কেন্দ্রীয় মন্ত্রিত্বের চাবিকাঠি। আজ দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। অথচ, শপথগ্রহণের কয়েক ঘণ্টা আগেও কে কে মন্ত্রী হচ্ছেন তা নিয়ে রীতিমতো সাসপেনস বজায় আছে। আসলে, পুরনো মন্ত্রিসভায় যে বেশ কিছু পরিবর্তন আসছে তা আগেই জানা গিয়েছে। অরুণ জেটলি, সুষমা স্বরাজের মতো বর্ষীয়ানরাও সম্ভবত মন্ত্রিসভায় থাকছেন না। তাছাড়া, মন্ত্রী হওয়ার আশায় বুক বেঁধেছিলেন এমন বেশ কয়েকজন ফোন পাননি। তাই তাদের জায়গায় কারা থাকবেন তা নিয়ে এখন জোর জল্পনা চলছে। আজ বিকেল সাড়ে চারটেয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদি-শাহ’র।

[আরও পড়ুন: খালি পায়ে ১৪ কিমি হেঁটে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গেলেন স্মৃতি]

এদিন সকাল থেকেই দলের নির্বাচিত কিছু সাংসদের কাছে হয় নরেন্দ্র মোদি নাহয় অমিত শাহ ফোন করছেন। ফোন করে তাদের শপথের অনুষ্ঠানে হাজির থাকতে বলা হচ্ছে। সকাল থেকে এই ফোন করা শুরু হতেই উৎকণ্ঠা শুরু হয়। কে ফোন পাচ্ছেন তা নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও পর্যন্ত এরাজ্যের জনা তিনেক ফোন পেয়েছেন। তাদের মধ্যে চমকপ্রদ নাম রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরি। বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরও মন্ত্রী হওয়ার দৌঁড়ে রয়েছেন। বাবুল সুপ্রিয়র ফের মন্ত্রী হওয়া নিশ্চিত।যারা বাংলা থেকে মন্ত্রী হচ্ছেন তাদের বাংলাতেই শপথ নিতে বলা হয়েছে।  

Advertisement

[আরও পড়ুন: জয়ের ‘পুরস্কার’, মন্ত্রিত্বের পথে দিলীপ-শান্তনু-কুনার হেমব্রম]

বিদায়ী মন্ত্রীদের মধ্যে নীতীন গড়করি, রাজনাথ সিং, নির্মলা সীতারমণ, পীযূষ গোয়েল, রবিশংকর প্রসাদ, প্রকাশ জাভড়েকর, মুখতার আব্বাস নাকভি, কিরেণ রিজিজু, জিতেন্দ্র সিংয়ের মন্ত্রী হওয়া নিশ্চিত। এদিন সকালে নতুন করে প্রধানমন্ত্রী বা অমিত শাহ’র ফোন পেয়েছেন বেশ কয়েকজন। সেই তালিকায় আছেন, সাধ্বী নিরাঞ্জনা জ্যোতি, প্রহ্লাদ জোশী, সদানন্দ গৌড়া, রাও ইন্দ্রজিত সিং, মনসুখ মাণ্ডব্য, অর্জুন রাম মেঘওয়াল, রমেশ পোখরিয়াল, জি কিষণ রেড্ডি, কিষণ পাল গুজ্জর। জোটসঙ্গীদের মধ্যে শিব সেনার দুই সদস্যের, জেডিইউ এর দুই সাংসদের, অকালি দলের হরসিমরত কউর বাদল, এলজেপির রামবিলাস পাসোয়ান, আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল এবং আরপিআইয়ের রামদাস আতাওয়ালেরও মন্ত্রী হওয়া কার্যত নিশ্চিত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement