Advertisement
Advertisement

Breaking News

মন্ত্রক

মোদি সরকার ২.০: একনজরে দেখে নিন কোন মন্ত্রকের দায়িত্ব কার হাতে

৫৮ জন মন্ত্রীর দায়িত্বের পূর্ণাঙ্গ তালিকা।

Here is the full list of ministers in Modi government 2.0
Published by: Team Development
  • Posted:May 31, 2019 3:34 pm
  • Updated:May 31, 2019 5:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় মন্ত্রিসভায় বেশ কিছু রদবদল হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে এসেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। রাজনাথ সিং পেয়েছেন প্রতিরক্ষা মন্ত্রক। অর্থমন্ত্রকের দায়িত্বে নির্মলা সীতারমণ। ফের রেলমন্ত্রী হয়েছেন পীযূষ গোয়েল। একনজের দেখে নেওয়া যাক পূর্ণ মন্ত্রীরা কে কোন মন্ত্রক পেলেন৷

 

Advertisement
মন্ত্রী মন্ত্রক
নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী, কর্মীবর্গ, আণবিক ও মহাকাশ গবেষণা
অমিত শাহ স্বরাষ্ট্র 
রাজনাথ সিং প্রতিরক্ষা 
নির্মলা সীতারমণ অর্থ, কর্পোরেট অ্যাফেয়ার্স
পীযূষ গোয়েল রেল, বাণিজ্য
এস জয়শংকর বিদেশ
নীতীন গড়করি সড়ক ও সড়ক পরিবহণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প
নরেন্দ্র সিং তোমর কৃষি, কৃষক উন্নয়ন, গ্রামোন্নয়ন, পঞ্চায়েতী রাজ
ধর্মেন্দ্র প্রধান পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, ইস্পাত
রবিশংকর প্রসাদ আইন, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি 
স্মৃতি ইরানি নারী ও শিশুকল্যাণ, বস্ত্র
হরসিমরত কউর বাদল খাদ্য প্রক্রিয়াকরণ
রামবিলাস পাসোয়ান ক্রেতা সুরক্ষা, খাদ্য
ডি ভি সদানন্দ গৌড়া রাসায়নিক ও সার
অর্জুন মুন্ডা আদিবাসী উন্নয়ন
ডঃ হর্ষবর্ধন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বিজ্ঞান ও প্রযুক্তি, ভু বিজ্ঞান
প্রকাশ জাভড়েকর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার
থাওয়ারচাঁদ গেহলট সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন
মুখতার আব্বাস নকভি সংখ্যালঘু উন্নয়ন 
প্রহ্লাদ যোশি সংসদ বিষয়ক, কয়লা ও খনি
মহেন্দ্রনাথ পাণ্ডে কারিগরী দক্ষতা উন্নয়ন
অরবিন্দ সাওয়ন্ত ভারী শিল্প
গিরিরাজ সিং ডেয়ারি, মৎস্য, পশুপালন
গজেন্দ্র সিং শেখাওয়াত জল শক্তি
রমেশ পোখরিয়াল নিশাঙ্ক মানব সম্পদ উন্নয়ন

[আরও পড়ুন: মোদি সরকার ২.০: মন্ত্রক বদলাল রাজনাথ-নির্মলার, ঘর সামলাবেন শাহ]

পূর্ণ মন্ত্রীদের পাশাপাশি প্রতিমন্ত্রীদেরও মন্ত্রক ভাগ করে দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পেয়েছেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরি।একনজরে দেখে নেওয়া যাক কোন প্রতিমন্ত্রী কোন মন্ত্রক পেলেন।

প্রতিমন্ত্রী মন্ত্রক
বাবুল সুপ্রিয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন
দেবশ্রী চৌধুরি নারী ও শিশুকল্যাণ
রামেশ্বর তেলি খাদ্য প্রক্রিয়াকরণ
অনুরাগ ঠাকুর অর্থ, কর্পোরেট অ্যাফেয়ার্স
কৈলাস চৌধুরি কৃষি, কৃষক উন্নয়ন, গ্রামোন্নয়ন
ফগন সিং কুলস্তে ইস্পাত 
অশ্বিনীকুমার চৌবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
অর্জুন রাম মেঘওয়াল সংসদ বিষয়ক, ভারী শিল্প
মেজর জনারেল ভি কে সিং সড়ক ও সড়ক পরিবহণ
কৃষ্ণপাল গুর্জর  সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন
রাওসাহেব দাদারাও ক্রেতা সুরক্ষা, খাদ্য
জি কিষণ রেড্ডি স্বরাষ্ট্র
পুরুষোত্তম রূপালা কৃষি, কৃষক উন্নয়ন,
রামদাস আথাওয়ালে সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন
সাধ্বী নিরঞ্জন জ্যোতি গ্রামোন্নয়ন
সঞ্জীব কুমার বালিয়ান ডেয়ারি, মৎস্য, পশুপালন
ধোত্রে সঞ্জয় শামরাও মানব সম্পদ উন্নয়ন,  বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি 
সুরেশ চন্দ্র বাসাপ্পা রেল
নিত্যানন্দ রাই স্বরাষ্ট্র
রতনলাল কাটারিয়া জল শক্তি, সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন
ভি মুরলীধরণ বিদেশ, সংসদ বিষয়ক
রেণুকা সিং সরুতা আদিবাসী উন্নয়ন
সোম প্রকাশ শিল্প ও বাণিজ্য
প্রতাপ চন্দ্র সরঙ্গি কৃষি, পশুপালন, মৎস্য  

[আরও পড়ুন: ‘সবকা বিশ্বাস’ জিতলেও মোদির মন্ত্রিসভায় আধিপত্য উচ্চবর্ণের    ]

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের মধ্যে দায়িত্ব বাড়ল কিরেণ রিজিজুর। ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের দায়িত্ব পেয়েছেন তিনি। এছাড়াও বেশ কয়েকজন মন্ত্রী গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। একনজের দেখে নেওয়া যাক তালিকা। 

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মন্ত্রক
সন্তোষকুমার গাঙ্গোয়ার শ্রম
রাও ইন্দ্রজিত সিং পরিকল্পনা ও সংখ্যাতত্ত্ব
শ্রীপদ নায়েক আয়ুর্বেদ, যোগ, প্রতিরক্ষা
ডঃ জিতেন্দ্র সিং উত্তরপূর্ব উন্নয়ন, প্রধানমন্ত্রীর দপ্তর
কিরেণ রিজিজু ক্রীড়া ও যুবকল্যাণ, সংখ্যালঘু উন্নয়ন
প্রহ্লাদ সিং প্যাটেল সংস্কৃতি, পর্যটন
রাজ কুমার সিং শক্তি, নবীকরণযোগ্য শক্তি, দক্ষতা উন্নয়ন
হরদীপ সিং পুরি আবাসন, শহরাঞ্চল উন্নয়ন, শিল্প ও বাণিজ্য
মনসুখ লাল মাণ্ডব্য জাহাজ, রাসায়নিক ও সার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement