Advertisement
Advertisement

Breaking News

মোদি

মন্ত্রিত্ব বণ্টনের আগে দেখে নিন মোদি মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা

অমিত শাহ অর্থ, জয়শংকর পেতে পারেন বিদেশ মন্ত্রক৷

Here is the entire list of cabinet ministers of Modi-led 2nd ministry
Published by: Sucheta Sengupta
  • Posted:May 31, 2019 9:26 am
  • Updated:May 31, 2019 2:33 pm  

নন্দিতা রায়, নয়াদিল্লি: ফের পথচলা শুরু৷ আরও ৫ বছরের জন্য যাত্রা শুরু করল নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন দ্বিতীয় এনডিএ সরকার৷ বৃহস্পতিবার রাইসিনা হিলসে আগামী পাঁচ বছর জনসেবার কাজে প্রধানমন্ত্রীর পাশাপাশি শপথ নিলেন একে একে ৫৭ জন মন্ত্রী৷এদের মধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী৷ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন অন্তত ৯ জন৷আর প্রতিমন্ত্রীর পদ পেলেন আরও ২৪ জন৷  শপথ পড়লেন বাংলার দু’জনও৷ বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরি৷ একঝলকে দেখে নেওয়া যাক মোদি মন্ত্রিসভার সদস্যদের তালিকা৷

[আরও পড়ুন: জঘন্য পরিষেবা, ৩২৯ জন যাত্রীকে ৪৮ ঘণ্টা অপেক্ষা করাল এয়ার ইন্ডিয়া]

প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি

Advertisement

পূর্ণমন্ত্রী
রাজনাথ সিং
অমিত শাহ
নীতীন গড়করি
নির্মলা সীতারমণ
সদানন্দ গৌড়া
রামবিলাস পাসোয়ান
নরেন্দ্র সিং তোমর
রবিশঙ্কর প্রসাদ
হরসিমরত কউর বাদল
থাওয়ারচাঁদ গেহলট
এস জয়শংকর
রমেশ পোখরিয়াল
অর্জুন মুণ্ডা
স্মৃতি জুবিন ইরানি
হর্ষবর্ধন
প্রকাশ জাভড়েকর
পীযূষ গোয়েল
ধর্মেন্দ্র প্রধান
মুখতার আব্বাস নকভি
প্রহ্লাদ যোশি
মহেন্দ্রনাথ পাণ্ডে
অরবিন্দ সাওয়ান্ত
গিরিরাজ সিং
গজেন্দ্র শেখাওয়াত

[আরও পড়ুন: স্বামীকে খুন করে কাটা মুন্ডু হাতে থানায় মহিলা, এলাকায় আতঙ্ক]

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী
সন্তোষ গাঙ্গোয়ার
রাও ইন্দ্রজিৎ সিং
শ্রীপদ নায়ক
জিতেন্দ্র সিং
কিরেণ রিজিজু
প্রহ্লাদ সিং প্যাটেল
রাজকুমার সিং
হরদীপ সিং পুরী
মনসুখ মাণ্ডব্য

প্রতিমন্ত্রী
ফগন সিং কুলস্তে
অশ্বিনী কুমার চৌবে
অর্জুন রাম মেঘওয়াল
ভি কে সিং
কৃষ্ণপাল গুর্জর
রাও সাহেব দানবে
জি কিষণ রেড্ডি
পুরুষোত্তম রূপালা
রামদাস আতওয়ালে
সাধ্বী নিরঞ্জন জ্যোতি
বাবুল সুপ্রিয়
সঞ্জীব বালিয়ান
সঞ্জয় ধোতরে
অনুরাগ ঠাকুর
অঙ্গদি সুরেশ চান্নাবসপ্পা
নিত্যানন্দ রাই
রতন লাল কাটারিয়া
বি মুরলীধরন
রেণুকা সিং
সোম প্রকাশ
রামেশ্বর তেলি
প্রতাপচন্দ্র সারেঙ্গি
কৈলাশ চৌধুরি
দেবশ্রী চৌধুরি

শপথ নেওয়া ৫৮ জন কে, কোন মন্ত্রকের দায়িত্ব পাবেন, তা এখনও ঠিক হয়নি৷ আজ, শুক্রবার বিকেল ৫টা নাগাদ দিল্লিতে নতুন মন্ত্রিসভা বৈঠকে বসছে৷সেখানেই সম্ভবত মন্ত্রক ভাগ-বাটোয়ারা হবে৷ অর্থ বা স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব পেতে পারেন অমিত শাহ৷ রেলমন্ত্রী হতে পারেন পীযুষ গোয়েল৷ এস জয়শংকরের উপর
বিদেশমন্ত্রক সামলানোর দায়িত্ব বর্তাতে পারে৷

[আরও পড়ুন: শুটিং থেকে ফিরছিলেন দুই অভিনেতা, জঙ্গি ভেবে ধরল পুলিশ!]

২০১৪এ এরাজ্য থেকে জয়ী দুই সাংসদ বাবুল সুপ্রিয় এবং এসএস আলুওয়ালিয়াকে দুটি মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাতে হয়েছিল৷ বাবুল সুপ্রিয়র একাধিক মন্ত্রকে কাজ করার অভিজ্ঞতা রয়েছে৷ এবার তাঁকে কোন মন্ত্রকে কাজের সুযোগ দেন নরেন্দ্র মোদি, তার জন্য অধীর অপেক্ষায় সকলে৷ আর মন্ত্রিসভায় এবার নতুন সংযোজনদের মধ্যে রয়েছেন বাংলার আরেক জয়ী সাংসদ দেবশ্রী চৌধুরি৷ এই নবাগতাকেই বা কোন দায়িত্ব দেওয়া হয় মন্ত্রিসভার তরফে, সেদিকেও নজর সকলের৷ তবে এদিন সন্ধের মধ্যে মোদি নেতৃত্বাধীন দ্বিতীয় মন্ত্রিসভার ছবিটা স্পষ্ট হয়ে যাবে বলেই আশা করা হচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement