সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারচুয়াল সাংবাদিক বৈঠকে করোনার ‘মিস-ম্যানেজমেন্ট’ নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করেছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। কোভিড ১৯ মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে কেন্দ্রের অবস্থানের তীব্র সমালোচনা করেছিলেন। কিন্তু তাঁর সেই সমস্ত কথার বদলে অন্য কিছু নিয়েই নেটিজেনদের আগ্রহ বেশি। আর তা হল রাহুলের পিছনের দেওয়ালের ঝুলন্ত একটি ছবি। যেখানে সুদৃ্শ্য হিমালয়ের সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট (Mount Everest) ফ্রেমবন্দি করা হয়েছে।
সাদা মেঘের সমুদ্রে মাথা উঁচু করে এভারেস্ট। সেই শোভা দেখেই মুগ্ধ নেটিজেনরা। সাধারণ মানুষের পাশাপাশি সেতু মহাজন কোহলির মতো আর্কিটেক্টের পছন্দ হয়েছে ছবিটি। আর তাঁর মাধ্যমেই ফটোগ্রাফারের সন্ধান পাওয়া গিয়েছে।
I love the photograph at the back ! It’s gorg. Is it yours @raihanrvadra ? 😊 https://t.co/XvA7vNU8v0
— Seetu Mahajan Kohli (@kohliseetu) June 22, 2021
Stunning Raihan! You are my fav photographer already ♥️ They add so much life to my interiors !
P.s. I want this one too pls . 😊 https://t.co/WNrE2Gla4I— Seetu Mahajan Kohli (@kohliseetu) June 22, 2021
নিজের টুইটে পিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) ২০ বছরের ছেলে রাইহান রাজীব বঢরা (Raihan Rajiv Vadra) ট্যাগ করেছেন কোহলি। রাইহানের ইনস্টাগ্রামেও একই ছবি রয়েছে। যার ক্যাপশনে লেখা, “দুনিয়ার সবচেয়ে উঁচু স্থান… আকাশ থেকে মাউন্ট এভারেস্টের দৃশ্য।”
View this post on Instagram
উল্লেখ্য, ইনস্টাগ্রামে ভেরিফায়েড প্রোফাইল রয়েছে রাইহানের। ন’হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে তাঁর। প্রোফাইলটি দেখেই বোঝা যায় ক্যামেরার প্রতি বেশ ভালবাসা রয়েছে প্রিয়াঙ্কাপুত্রের। প্রোফাইল ছবিতেও ক্যামেরার ফোকাস ঠিক করতে দেখা যাচ্ছে তাঁকে। আর সেই ফ্রেম যে বেশ ভালই তা প্রোপাইলের অন্যান্য ছবি দেখলেই বোঝা যায়।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.