Advertisement
Advertisement

Breaking News

‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ পাচ্ছে ভারতীয় সেনা, জেনে নিন খুঁটিনাটি তথ্য

আমূল বদলে যাবে ভারতীয় সেনার গঠন!

Here is all you need to know about Chief of Defence Staff

আমূল বদলে যাবে ভারতীয় সেনার গঠন!

Published by: Monishankar Choudhury
  • Posted:August 16, 2019 12:47 pm
  • Updated:August 16, 2019 12:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭৩তম স্বাধীনতা দিবসে দেশের প্রতিরক্ষায় বডসড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দেশবাসীর সুরক্ষাবৃদ্ধি এবং সন্ত্রাসদমনে সেনার ৩ বাহিনীকে নিয়ে নতুন পদ – চিফ অফ ডিফেন্স স্টাফ তৈরির কথা বলেছেন তিনি৷ জল, স্থল ও বায়ুসেনা বাহিনীর প্রধান এবং বাছাই করা আধিকারিকদের নিয়ে তৈরি হবে একটি টিম, যার শীর্ষে থাকা পদাধিকারীরাই চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস৷ প্রধানমন্ত্রী বলছেন, নয়া পদটি তৈরি হলে ভারতীয় সেনার কর্মপন্থা আরও মসৃণ হবে৷ আসুন জেনে নিই ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ পদটির বিষয়ে খুঁটিনাটি তথ্য৷

কী এই ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ (সিডিএস)?

Advertisement

সহজ কথায়, ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ হবেন সরকারের প্রতিরক্ষা ও সামরিক বিষয়ের প্রধান উপদেষ্টা৷ এই পদের অধিকারি সরকার ও সেনার মধ্যে ‘সিঙ্গল পয়েন্ট অফ কন্ট্যাক্ট’ হিসেবে কাজ করবেন৷ ফোর স্টার জেনারেল পদ মর্যাদার হলেও তিন বাহিনীর প্রধানের উপরে থাকবেন তিনি৷ শুধু তাই নয়, ভারতীয় সেনার তিন বাহিনী- স্থল, বায়ু ও নৌসেনার মধ্যে সমন্বয় বজায় রেখে অস্ত্র কেনা থেকে শুরু করে প্রশিক্ষণ ও কৌশলগত মোতায়েনের উপর নজর রাখবেন ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ বা সিডিএস৷ বিশেষ করে, আণবিক শক্তিধর দেশ হওয়ায়, পারমাণবিক অস্ত্র তথা হামলা সংক্রান্ত সমস্ত বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হবেন সিডিএস৷            

সিডিএস পদ তৈরির ভাবনা কি নতুন?

প্রধানমন্ত্রী মোদি, চিফ অফ ডিফেন্স স্টাফ পদ তৈরির কথা ঘোষণা করলেও, এই প্রস্তাব কিন্তু প্রায় দু’দশক পুরনো৷ কারগিল যুদ্ধের পর সেনাবাহিনীর গঠনে আমূল পরিবর্তন আনতে কে সুব্রহ্মণম কমিটি গঠন করে সরকার৷ সেই কমিটি সিডিএস পদ তৈরি প্রস্তাব দেয়৷ তবে রাজনৈতিক ডামাডোলে ওই প্রস্তাব হিমঘরে চলে যায়৷ এই পদ তৈরির প্রস্তাব জানিয়ে ২০১৬ সালে একটি রিপোর্টও পেশ করে লেফটেন্যান্ট জেনারেল ডি বি শেখাটকর কমিটি৷ যদিও সেই প্রস্তাবও কার্যকরী হয়নি৷

বর্তমান কীভাবে সেনার তিন বাহিনীর মধ্যে সমন্বয় রক্ষা করা হয়?

আপাতত, সেনার তিন বাহিনীর মধ্যে সমন্বয়ের বিষয়টি রয়ছে ‘চিফ অফ স্টাফস কমিটি’র হাতে৷ এতে রয়েছেন স্থলসেনা, বাযুসেনা ও নৌসেনার তিন প্রধান৷  এদের মধ্য সব থেকে প্রবীণ সদস্যকে কমিটির চেয়ারম্যান বানানো হয়৷ তিনিই বাহিনীর প্রধানদের সঙ্গে আলোচনা করে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে সিদ্ধান্ত  নেন৷ আপাতত সেপ্টেম্বরের ৩০ তারিখ অবসর নিচ্ছেন তিনি৷ তারপর ওই পদে বসবেন স্থলসেনা প্রধান বিপিন রাওয়াত৷ তার কার্যকাল মাত্র ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকবে৷ এত স্বল্প মেয়াদ পড়ে থাকার দরুন পরিকাঠামোগত বা নয়া অস্ত্র ক্রয় সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হয় না৷ ফলে নির্দিষ্ট সময়ের জন্য সিডিএস নিয়োগ হলে এই প্রক্রিয়া মসৃণ হবে৷

কীভাবে ভারতীয় সেনাকে আরও ঘাতক করে তুলবেন চিফ অফ ডিফেন্স স্টাফ?

আমেরিকা, ব্রিটেন-সহ বিশ্বের তাবড় দেশগুলিতে চিফ অফ ডিফেন্স স্টাফ’ পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ ব্রিটিশ সেনাবাহিনীর প্রধান৷ ব্রিটিশ সেনার তিন বাহিনীর সমস্ত অভিযান ও কৌশলগত ফৌজ মোতায়েনের বিষয়টি ন্যস্ত থাকে সিডিএস-এর হাতে৷ এর ফলে লাল ফিতের জটে অযথা সময় নষ্ট হয় না৷ কান্দাহার বিমান অপহরণ মামলায় সেনা ও সরকারের আমলাতন্ত্রের জটে পড়ে কার্যত হাত গুটিয়ে বসে থাকতে হয়েছিল কমান্ডোদের৷ সিডিএস পদ তৈরি হলে এহেন জটিল সিদ্ধান্ত নেবেন তিনিই৷ ফলে বাঁচবে সময়৷ সরাসরি তিন বাহিনীর প্রধানের সঙ্গে আলোচনা করার ফলে যৌথভাবে অভিযানের পথ আর মসৃণ হবে৷

কবে তৈরি হবে এই পদ?

প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, চিফ অফ ডিফেন্স স্টাফ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ এতে কয়েক মাস সময় লাগবে৷ সেনার তিন শাখার প্রধানদের মতোই ফোর স্টার পদমর্যাদার একজন জেনারেলকে সিডিএস পড়ে নিয়োগ করা হবে৷ তিন বাহিনীর প্রধানদের উপর তাঁর কতৃত্ব থাকবে৷ তাঁদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিফ অফ ডিফেন্স স্টাফ৷ 

[আরও পড়ুন: মার্কিন বাহিনীর ধাঁচে ভারতেও ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’, প্রতিরক্ষায় ঐতিহাসিক ঘোষণা]          

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement