Advertisement
Advertisement

Breaking News

Mi-17

CDS Bipin Rawat: এই প্রথম নয়, বহুবার দুর্ঘটনার মুখে পড়েছে Mi-17 হেলিকপ্টার

কেন বারবার দুর্ঘটনায় পড়ে এই হেলিকপ্টার?

CDS Bipin Rawat: Here is a list of Mi-17 helicopter crashes
Published by: Biswadip Dey
  • Posted:December 8, 2021 3:14 pm
  • Updated:December 8, 2021 6:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়েছে সেনার এমআই-১৭ হেলিকপ্টার (Mi-17 Helicopter)। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। ওই হেলিকপ্টারেই ছিলেন সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়াত (Bipin Rawat)। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, এই এমআই-১৭ হেলিকপ্টার বারবার দুর্ঘটনার কবলে পড়েছে। যার মধ্যে অন্যতম ২০১০ সালে অরুণাচল প্রদেশের দুর্ঘটনা। সেবারও এমআই-১৭ কপ্টার ভেঙে পড়ে প্রাণ হারিয়েছিলেন চপারে থাকা ১২ জন। দেখে নেওয়া যাক, দেশে-বিদেশে রুশ এই হেলিকপ্টারের মর্মান্তিক কিছু দুর্ঘটনার কথা।

৩০ নভেম্বর, ২০২১: আজারবাইজানের খিজি জেলায় ঘটা দুর্ঘটনায় মারা যান সেদেশের সীমান্ত সেনার ১২ জন কর্মী। আহত হন ২ জন।
২৫ আগস্ট, ২০২১: মেক্সিকোর নৌবাহিনীর কপ্টার ভেঙে পড়ে। চারজন গুরুতর আহত হন।

Advertisement

[আরও পড়ুন: ভারত ‘দরিদ্র ও চরম অসাম্যের দেশ’, মোদি সরকারের অস্বস্তি বাড়িয়ে দাবি নয়া রিপোর্টে]

২৭ ফেব্রুয়ারি, ২০১৯: জম্মু ও কাশ্মীরের বুদগামে ভেঙে পড়ে একটি এমআই-১৭ হেলিকপ্টার। ওই দুর্ঘটনায় কপ্টারে থাকা ৬ জনের পাশাপাশি মাটিতে থাকা এক সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়।
৩ এপ্রিল, ২০১৮: কেদারনাথে পরিবহণকারী এক এমআই-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ে। কিন্তু সৌভাগ্যবশত, সেবারের দুর্ঘটনায় কারও মৃত্যু হয়নি। 
৬ অক্টোবর, ২০১৭: ভারতীয় বায়ুসেনার এক এমআই-১৭ ভি৫ হেলিকপ্টার ভেঙে পড়ে অরুণাচল প্রদেশে। মৃত্যু হয় ৭ জনের।
২৫ জুন, ২০১৩: উত্তরাখণ্ডের বন্যাবিধ্বস্ত এলাকায় উদ্ধারকাজ চালানোর সময় বায়ুসেনার একটি এমআই-১৭ ভি৫ কপ্টার ভেঙে পড়ে। চপারে থাকা ২০ জনের কোনও খোঁজ মেলেনি।
১১ জুলাই, ২০১২: গিলগিট-বালটিস্তানে ভেঙে পড়ে পাক সেনার একটি কপ্টার। মারা যান ৫ জন।

[আরও পড়ুন: ‘কংগ্রেস ছাড়া বিরোধী জোট সম্ভব নয়’, রাহুলের সঙ্গে সাক্ষাতের পর বললেন সঞ্জয় রাউত]

৩০ আগস্ট, ২০১২: গুজরাটের জামনগরে মুখোমুখি সংঘর্ষ হয় দু’টি এমআই-১৭ হেলিকপ্টারের। সেই দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছিল।
১৯ নভেম্বর, ২০১০: অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের কাছে ভেঙে পড়ে বায়ুসেনার আরেকটি এমআই-১৭ হেলিকপ্টার। মারা যান কপ্টারে থাকা ১২ জন।

এছাড়াও সারা বিশ্বে বহুবারই দুর্ঘটনার মুখে পড়েছে এই হেলিকপ্টারটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement