Advertisement
Advertisement

Breaking News

Parliament

৫ দিনের বিশেষ অধিবেশন, আস্তিনের কোন কোন তাস বের করতে পারে কেন্দ্র?

মঙ্গলবার থেকে দিল্লির নতুন সংসদ ভবনে শুরু হয়েছে বিশেষ অধিবেশন।

Here are the key bills Modi govt may table | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:September 19, 2023 6:16 pm
  • Updated:September 19, 2023 6:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার থেকে দিল্লির নতুন সংসদ ভবনে শুরু হয়েছে বিশেষ অধিবেশন। কী কী বিল পেশ হতে পারে পাঁচদিনের অধিবেশনে? তা নিয়ে জল্পনা চলছেই। অধিবেশন শুরুর আগে সর্বদলীয় বৈঠকে কেন্দ্রের তরফে তিনটি বিলের কথা উল্লেখ করা হয়েছিল- আইনজীবী সংশোধনী বিল, প্রেস ও রেজিস্ট্রেশন অফ পিরিয়ডিক্যালস বিল এবং পোস্ট অফিস বিল। এছাড়াও আরও বেশ কিছু বিল পেশ করা হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর মধ্যে রয়েছে বয়স্ক নাগরিক কল্যাণ বিল, পুরনো অপ্রয়োজনীয় আইন বাতিল বিল, জম্মু ও কাশ্মীর সংক্রান্ত দু’টি বিল। তবে এই তালিকা বাদে শুরুর দিনই মহিলা সংরক্ষণ বিল পেশ করেছে মোদি সরকার।

বিশেষ অধিবেশনে পেশ হতে পারে এই ৮ বিল

Advertisement

আইনজীবী সংশোধনী বিল, ২০২৩ (The Advocates (Amendment) Bill, 2023): এই বিলে হাই কোর্টের বিচারপতি ও বিচারকদের বিশেষ ক্ষমতা দেওয়া হবে। যার মাধ্যমে তাঁরা ‘দালাল’ বা ‘টাউট’দের নামের তালিকা প্রকাশ এবং তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারবে। ‘দালাল’ বা ‘টাউট’রা টাকার বিনিময়ে আইনজীবীদের কাছে বা এজলাসে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার নামে ক্লায়েন্ট ধরে আনেন।

দ্য প্রেস অ্য়ান্ড রেজিস্ট্রেশন অফ পিরিয়ডিক্যালস বিল, ২০২৩: বইপ্রকাশ ব্যবসার সুবিধার জন্য পুরনো ১৮৬৭ সালের আইন বদল করা হবে।

দ্য পোস্ট অফিস বিল, ২০২৩: পুরনো ১৮৯৮ সালের আইন বদল করা হবে। যার মূল উদ্দেশ্য চিঠি আদান-প্রদান ব্যবস্থাকে আরও নাগরিক কেন্দ্রিক করে তোলা।

বয়স্ক নাগরিক কল্যাণ বিল, ২০২৩: বয়স্ক বাবা-মায়ের দায়িত্ব নিতে হবে সৎ কিংবা দত্তক সন্তানদেরও। দায়িত্ব থেকে ছাড় পাবে না বউমা কিংবা জামাইও। এতদিন তাঁদের দেখভালের জন্য মাসিক খরচ হিসেবে ১০ হাজার টাকার ঊর্ধ্বসীমা বাঁধা ছিল। এবার সেই ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হতে পারে। ফলে সন্তানদের আর্থিক অবস্থা অনুযায়ী বাবা-মায়ের মাসিক খরচ দেওয়ার নির্দেশ দিতে পারে আদালত।

পুরনো অপ্রয়োজনীয় আইন বাতিল বিল, ২০২৩: পুরনো ১৬০টি আইন বাতিল করার উদ্দেশে বিল আসছে বিশেষ অধিবেশনে।

দ্য জম্মু অ্য়ান্ড কাশ্মীর রিজার্ভেশন (সংশোধনী) বিল, ২০২৩: জম্মু ও কাশ্মীরের ভারত-পাক সীমান্তে থাকা নাগরিকরা যে সংরক্ষণ পায়, তা এবার থেকে যাতে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় থাকা বাসিন্দারাও পায়, সেই উদ্দেশ্যে এই সংশোধনী আনা হচ্ছে।

[আরও পড়ুন: হামলার আশঙ্কা! দিল্লিতে কানাডার দূতাবাসে নিরাপত্তার চাদর]

দ্য কনস্টিটিউশন শিডিউল কাস্ট অর্ডার (সংশোধনী), ২০২৩: জম্মু ও কাশ্মীরের বাল্মিকী সম্প্রদায়কেও তফসিলি সংরক্ষণের আওতায় আনতে হবে।

দ্য কনস্টিটিউশন শিডিউল কাস্ট ট্রাইব (সংশোধনী), ২০২৩: ২০১৯ সালে বিলটি সংসদে আনা হয়েছিল। তাতেও কিছু পরিবর্তন করা হতে পারে।

তবে এই বিলগুলি খুবই সাধারণ বলে দাবি করছে বিরোধীরা। ফলে বিশেষ অধিবেশনে ‘মহিলা সংরক্ষণ’-এর মতো একাধিক গুরুত্বপূর্ণ বিলও পেশ করতে পারে কেন্দ্র। এমনই দাবি বিরোধীদের। 

[আরও পড়ুন: বাংলাদেশ, পাকিস্তানের সংসদেও ভারতের চেয়ে মহিলাদের সংখ্যা বেশি, বলছে পরিসংখ্যান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement