Advertisement
Advertisement

Breaking News

যোগী

যোগীর সঙ্গে সম্পর্ক আছে, মহিলার বিস্ফোরক দাবি ঘিরে চাঞ্চল্য উত্তরপ্রদেশে

জোর জল্পনা লখনউতে।

Hema Saxena claims herself to be Yogi Adityanath's Girl friend
Published by: Subhajit Mandal
  • Posted:June 9, 2019 6:14 pm
  • Updated:June 9, 2019 6:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন এক সাংবাদিক। গ্রেপ্তার করা হয়েছে একটি বেসরকারি টিভি চ্যানেলের মালিক এবং সম্পাদককে। উত্তরপ্রদেশে এত কাণ্ড কেন ঘটছে জানেন? সবই এক মহিলাকে কেন্দ্র করে। যে মহিলার দাবি, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক আছে। এবং তিনি মুখ্যমন্ত্রীকে বিয়ে করতে চান।

[আরও পড়ুন: যোগীকে নিয়ে ‘অপমানজনক’ ভিডিও সম্প্রচার, গ্রেপ্তার টিভি চ্যানেলের সম্পাদক]

কানপুরের মহিলার নাম হেমা সাক্সেনা। ওই মহিলা নিজেকে যোগী আদিত্যনাথের প্রেমিকা বলে দাবি করছেন। ওই মহিলা কানপুরের নবাবগঞ্জ এলাকার বাসিন্দা। তাঁর সঙ্গে যোগী আদিত্যনাথের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক আছে বলে দাবি মহিলার। কদিন আগে উত্তরপ্রদেশের সরকারি আবাসনের সামনে সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে এই দাবি করেছিলেন হেমা। তিনি বলেন, দীর্ঘদিন তাঁর সঙ্গে সম্পর্কে রয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁরা ভিডিও কনফারেন্সে কথা বলেন। এমনকী যোগীকে তিনি নিয়মিত চিঠিও লেখেন। কিন্তু, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এ সম্পর্ক গোপন রাখতে চান। তাই বাধ্য হয়ে তাঁকে প্রকাশ্যে আসতে হয়েছে বলে দাবি হেমার।

Advertisement

[আরও পড়ুন: যোগীকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট, মামলা দায়ের সাংবাদিকের বিরুদ্ধে]

ওই মহিলার এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও, হেমা সাক্সেনার দাবির সত্যমিথ্যা যাচাই করা সম্ভব হয়নি। উত্তরপ্রদেশ সরকারের তরফে এ নিয়ে এখনও সরকারিভাবে কোনও বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। অথচ, এই ভিডিও ছড়ানোর দায়ে দিল্লির এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। এই মহিলার টক শো সম্প্রচার করায় এক চ্যানেলের সম্পাদক এবং মালিককেও গ্রেপ্তার করা হয়েছে। যা নিয়ে রীতিমতো চাপানউতোর চলছে লখনউ-এর রাজনীতিতে। উত্তরপ্রদেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে বলে দাবি বিরোধী শিবিরের। ওই সাংবাদিক এবং টিভি চ্যানেলের দুই অধিকর্তাকে মুক্তি দেওয়ার দাবিতে সরব হয়েছেন বুদ্ধিজীবীদের একাংশও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement