Advertisement
Advertisement

Breaking News

Biplab Kumar Deb

কপ্টারে যান্ত্রিক ত্রুটি, বরাতজোরে বাঁচলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

অভিযোগ, অবহেলার জেরেই এই বিপত্তি।

Helicopter of Biplab Kumar Deb halted for technical glitch | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:May 21, 2022 6:35 pm
  • Updated:May 21, 2022 6:37 pm  

প্রণবকুমার সরকার, আগরতলা: সবেমাত্র মুখ্যমন্ত্রী পদ গিয়েছে তাঁর। এর মধ্যেই বরাতজোরে প্রাণে বাঁচলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব (Biplab Kumar Deb)। ত্রিপুরারই চণ্ডিপুর যাওয়ার পথে টেক অফ করার আগে তাঁর হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

শনিবার আগরতলা থেকে চণ্ডিপুর যাওয়ার কথা ছিল বিপ্লব দেবের। সময়মতো বিমানবন্দর থেকে নির্দিষ্ট হেলিকপ্টারে চড়েন তিনি। রানওয়েতেই কপ্টারের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে কপ্টারটি আর টেক অফ করেনি। পাইলট বিষয়টি বুঝতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জানান। আর দেরি না করে তিনি বিমানবন্দরের লবিতে ফিরে যান। দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন ত্রিপুরার (Tripura) প্রাক্তন মুখ্যমন্ত্রী। যাতে হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটি ঠিক হয়ে গেলে ফের রওনা দেবেন বিপ্লব দেব। কিন্তু সমস্যা মেটানো যায়নি।

Advertisement

[আরও পড়ুন: শহরে ৯০ কিলোমিটার বেগে কালবৈশাখী! মেট্রো লাইনে গাছ ভেঙে ব্যাহত পরিষেবা, বন্ধ উড়ান]

অভিযোগ, কপ্টারের যান্ত্রিক ত্রুটির বিষয়টিতে মারাত্মক অবহেলা রয়েছে। খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক বা সাধারণ যাত্রী, বিমান বা কপ্টারের উড়ানের আগেই পরীক্ষা করা হয়। কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি। যা কপ্টার টেক অফের আগে ধরা পড়ে। যার জেরে বড়সড় দুর্ঘটনার মুখে পড়তে পারতেন বিপ্লব দেব।

প্রসঙ্গত. হঠাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ ছেড়েছেন বিপ্লব দেব। গত শনিবার দুপুরে রাজ্যপালের কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছিলেন। ইস্তফার পর বিপ্লব দেব জানিয়েছেন, মুখ্যমন্ত্রী হিসাবে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের মার্গদর্শন অনুযায়ী এতদিন কাজ করে চলেছেন। তবে এবার দল তাঁকে সংগঠনের কাজে লাগাতে চায়। ত্রিপুরার (Tripura) বিদায়ী মুখ্যমন্ত্রীর বক্তব্য, “দল চাইছে ২০২৩ নির্বাচনের আগে সংগঠনের শক্তি বাড়াতে। দীর্ঘ সময় সরকারে থাকার জন্য সংগঠনের শক্তি বাড়ানোর দরকার। সংগঠন থাকলে তবেই সরকার থাকবে। তাই দল আমাকে সংগঠনে কাজে লাগাতে চাইছে।” 

[আরও পড়ুন: আগামী মাসেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ফলপ্রকাশ, শিগগিরই দিনক্ষণ চূড়ান্ত করবে সংসদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement