দুর্ঘটনাস্থলের ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে চাষের জমিতে একটি হেলিকপ্টার ভেঙে পড়ার ফলে মৃত্যু হল একজনের। সোমবার দুপুর ১২টা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আজমগড়ে। এই ঘটনায় জখম আরও একজনকে হাসপাতালে ভরতি করা হয়েছে।
A TB 20 aircraft flown by a trainee pilot from the Indira Gandhi Rashtriya Uran Akademi (IGRUA), crashed today in the Azamgarh district. The pilot died in the accident. pic.twitter.com/wqMgeap0YX
— ANI UP (@ANINewsUP) September 21, 2020
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর ১২টা নাগাদ উত্তরপ্রদেশের আজমগড় (Azamgarh) শহরের অদূরে অবস্থিত সঞ্জয়পুর (Sanjaypur) এলাকার চাষের জমিতে একটি ব্যক্তিগত হেলিকপ্টার ভেঙে পড়ে। এর ফলে ওই হেলিকপ্টারে থাকা দুজনের মধ্যে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি দুর্ঘটনার জায়গায় গিয়ে অন্যজনকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করেন। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
আজমগড়ের প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার সাড়ে ১২টা নাগাদ সঞ্জয়পুরে বাসিন্দারা স্থানীয় পুলিশের কাছে চাষের জমিতে একটি হেলিকপ্টার (Helicopter) ভেঙে পড়ার খবর দেন। এরপরই পুলিশকর্মীরা দুর্ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাহায্যে একজনকে মৃত ও অন্যজনকে জখম অবস্থায় উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি জখম ব্যক্তিকে হাসপাতালে ভরতি করা হয়েছে। এই বিষয়ে খোঁজ চালানোর পাশাপাশি হেলিকপ্টার কী করে ভেঙে পড়ল তাও খতিয়ে দেখা হচ্ছে।
পরে জানা যায়, টিবি ২০ হেলিকপ্টারটি ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান অ্যাকাডেমির (IGRUA)। এই দুর্ঘটনার ফলে হেলিকপ্টারটিতে থাকা একজন ট্রেনি পাইলটের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তবে এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.