Advertisement
Advertisement

মুম্বইয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ২, জখম ২

ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের দুটি ইঞ্জিন পাঠানো হয়েছে৷

Helicopter crashes in Mumbai, 4 injured
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 11, 2016 1:47 pm
  • Updated:December 11, 2016 2:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ে ভেঙে পড়ল হেলিকপ্টর৷ ঘটনায় মৃত ২, জখম হয়েছেন ২ জন৷ রবিবার গোরেগাঁও-এর আরিয়া কলোনির ঘটনা৷ ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের দুটি ইঞ্জিন পাঠানো হয়েছে৷ জখম যাত্রীদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে৷

হেলিকপ্টারটি জুহু এয়ারপোর্ট থেকে উড়েছিল বলে জানা গিয়েছে৷ বি-৪৪ এই হেলিকপ্টারটি নিছকই পর্যটকদের মনোরঞ্জনের জন্যই উড়েছিল বলে খবর৷ আমান এভিয়েশনের এই কপ্টারটি পবনহংস সংস্থার তৈরি বলে জানা গিয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement