ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘মহা’। আর তার প্রভাবে ইতিমধ্যে লাক্ষাদ্বীপে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। উত্তাল সমুদ্র। প্রবল জলোচ্ছ্বাসের জেরে লাক্ষাদ্বীপের সমুদ্র তীরবর্তী এলাকার গ্রামগুলি প্রায় জলমগ্ন হয়ে পড়েছে। তাই ওই গ্রামের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজও শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে প্রবল আকার ধারণ করতে পারে ঘূর্ণিঝড় ‘মহা’। হতে পারে প্রবল ঝড়বৃষ্টিও। প্রশাসনিক কর্তাব্যক্তিদের সঙ্গে কথা বলেছে নৌবাহিনী। বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত বলেই জানিয়েছে লাক্ষাদ্বীপের প্রশাসনিক আধিকারিকরা।
বৃহস্পতিবার সন্ধে থেকেই আরব সাগরে প্রবল আকার ধারণ করে প্রবল ঘূর্ণিঝড় ‘মহা’। ওই সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার। ‘মহা’ বৃহস্পতিবার কেরল উপকূল থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। তবে মুহূর্তে মুহূর্তেই ওমান উপকূলের দিকে এগিয়ে আসছে সে। তার ফলেই শুক্রবার সকাল থেকে লাক্ষাদ্বীপের আকাশের মুখভার। চলছে ভারী বৃষ্টি। লাল সতর্কতাও জারি করা হয়েছে সেখানে। এছাড়াও কেরলের কান্নুর, কোঝিকোড়, কাসারগড়, উদুপি, পানাজিতেও চলছে প্রবল বৃষ্টিপাতে। এই এলাকাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতা। কর্ণাটক এবং দক্ষিণ তামিলনাড়ুর অবস্থাও প্রায় একইরকম। মৌসম ভবন সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় ঝড়বৃষ্টির পরিমাণ আরও বাড়ার আশঙ্কাও এড়ানো যাচ্ছে না।
‘মহা’র দাপটে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই সে বিষয়ে সচেতন লাক্ষাদ্বীপ প্রশাসন। ইতিমধ্যেই সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। তাঁদের জন্য অস্থায়ী আশ্রয় শিবিরের বন্দোবস্তও করা হয়েছে। শুকনো খাবারের জোগানও রয়েছে। খোলা হয়েছে হেল্পলাইন নম্বর। নৌবাহিনীও লাক্ষাদ্বীপের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রেখেছে। এদিকে, অত্যন্ত শক্তিশালী ‘মহা’ ধেয়ে আসার ইঙ্গিতে আতঙ্কিত স্থানীয়রা। তবে তাঁদের অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.