Advertisement
Advertisement

উলটো রথে পুরীতে প্রবল বৃষ্টি, জলমগ্ন রেললাইনের জেরে বাতিল একাধিক ট্রেন

আগামী ২ দিন চলবে বৃষ্টি৷

Heavy rains lash Cuttack
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 22, 2018 11:56 am
  • Updated:July 22, 2018 11:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯দিন পর মাসির বাড়ি থেকে ফেরার পালা জগন্নাথ, বলরাম ও সুভদ্রার৷ তার জন্য প্রস্তুতিও শুরু হয়েছিল নিয়ম মেনেই৷ কিন্তু শুক্রবার রাত থেকে চলা  বিরামহীন বৃষ্টিতে সুর কেটেছে উলটো রথের৷ যে রাস্তা দিয়ে রথ যাওয়ার কথা সেই রাস্তায় আপাতত জলের তলায়৷ পুরীতে রথের চাকা কীভাবে ঘুরবে তা নিয়ে চিন্তিত ওড়িশা প্রশাসন৷ শনিবার রাতভর পাম্প দিয়ে চলে রাস্তার জল নামানোর পালা৷ তবে অনবরত বৃষ্টি হওয়ায় জল নামানোয় বেগ পেতে হয় কর্মীদের৷  

[রথযাত্রায় লোকারণ্য মহা ধুমধাম…]

[উলটো রথের আগের দিন জগন্নাথদেবের মাসির বাড়িতে ভাণ্ডার লুট!]

শুক্রবার রাত থেকে পুরী-সহ গোটা ওড়িশার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিরামহীন বৃষ্টি৷ লাগাতার বর্ষণে জলে ভাসছে ওড়িশার বিভিন্ন প্রান্ত৷ ওড়িশার মালকানগিরি, কন্ধমাল ও গজপতি জেলা বানভাসি৷ বিপর্যস্ত জনজীবন৷ বন্ধ রয়েছে স্কুল, কলেজ৷ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমে সৃষ্ট নিম্নচাপের জেরে এখনও আগামী দু’দিন ওড়িশায় ভারী বৃষ্টি জারি থাকবে৷ একটানা তিন-চারদিনের বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা করা হচ্ছে৷ রাজ্য সরকারের তরফ থেকে আগাম সতর্কতাও জারি করা হয়েছে৷ দুর্যোগের পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনিক কর্তা-ব্যক্তিদের সজাগ থাকার নির্দেশও দেওয়া হয়েছে৷

[রবিবার দিনভর জারি থাকবে বৃষ্টির চোখরাঙানি]

বাড়ছে সমুদ্রের জলস্তরও৷ দুর্যোগ কাটার সম্ভাবনা না থাকায় ইতিমধ্যেই সমুদ্রে মৎস্যজীবীদের যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ উলটো রথ উপলক্ষে বহু পর্যটকই ভিড় জমিয়েছেন পুরীতে৷ আবহাওয়া খারাপ থাকায় সমুদ্রেও নামতে দেওয়া হচ্ছে না পর্যটকদের৷ সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজও শুরু হয়েছে৷   

[হিমবাহ থেকে উদ্ধার ৫০ বছর আগের বিমানের ধ্বংসাবশেষ ও পাইলটের দেহ]

ওড়িশার লাগাতার বৃষ্টিতে ব্যাহত হয়েছে রেল চলাচল৷ রায়গড় জেলায় অতিবর্ষণের জেরে রেললাইনে জল উঠে গিয়েছে৷ কূল ছাপিয়ে রেললাইনে উঠে গিয়েছে জল৷ ফলে ওই রাস্তা দিয়ে বন্ধ রয়েছে রেল চলাচল৷ দেরিতে চলছে বহু দূরপাল্লার ট্রেন৷ বাতিল করা হয়েছে ভুবনেশ্বর-হিরাখন্দ এক্সপ্রেস৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement