Advertisement
Advertisement

মেঘভাঙা বর্ষণে বিপর্যস্ত মুম্বই, অঘোষিত ছুটি বাণিজ্যনগরীতে

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার আরজি জানানো হয়েছে৷

Heavy rains cripple Mumbai
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 9, 2018 1:36 pm
  • Updated:July 9, 2018 1:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী৷ ভাসছে গোটা শহর মুম্বই৷ থমকে জনজীবন৷ বিঘ্নিত উড়ান-রেল পরিষেবা৷ বন্ধ স্কুল-কলেজ৷ সরকারি অফিসেও অঘোষিত ছুটি৷ শনিবার থেকে বিরামহীন বৃষ্টির জেরে বানভাসি গোটা মুম্বই৷ টানা বর্ষণের জেরে দুর্ঘটনার কবলে পড়ে ইতিমধ্যেই তিন জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে৷

[বুরহান ওয়ানির মৃত্যুবার্ষিকীতে পিডিপি নেতার স্ত্রীকে গলা কেটে খুন জঙ্গিদের ]

হাওয়া অফিসের তরফে সোমবার বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে৷ আগামী এক সপ্তাহে পরিস্থিতি একইরকম থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ শহরের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত থাকার নির্দেশ জারি করেছে স্থানীয় প্রশাসন৷ নিকাশি ব্যবস্থা সচল রাখতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে৷

Advertisement


লাগাতার বর্ষণের অস্বস্তির সঙ্গে জুড়েছে যানজটের সমস্যা৷ রাস্তার জল জমে থাকার কারণে মন্থর গতিতে ছুটবে ব্যস্ত মুম্বই৷ কোথায় কোথায় জাতীয় সড়ক নদীর আকার নিয়েছে৷ বইছে স্রোত৷ অতিরিক্ত জল জমে থাকার কারণে বেশ কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে৷ পাতালপথে জল ঢুকে যাওয়ার কারণে সমস্যা আরও বেড়েছে৷


সড়ক যন্ত্রণার পাশাপাশি রেল পরিষেবাও দুর্ভোগের মুখে পড়তে হয় বাণিজ্যনগরীর বাসিন্দাদের৷ ট্র্যাকের উপর জল জমার কারণে স্তব্ধ মুম্বইয়ের লাইফ-লাইন৷ লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেনেও প্রভাব পড়েছে৷ শিবাজি টার্মিনালে জল জমার কারণে বাতিল হয়েছে বেশ কয়েকটি এক্সপ্রেস৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাম্প চালিয়ে লাইন থেকে জল নিষ্কাসনের চেষ্টা শুরু করেছে ভারতীয় রেল৷ এই পরিস্থিতির জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে সহযোগিতার আরজি জানিয়ে টুইট করেছে ভারতীয় রেল৷ রেল পরিষেবার পাশাপাশি উড়ান পরিষেবাও বন্ধ৷ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার আরজি জানানো হয়েছে৷ হাজিরাও কম অফিসগুলিতে৷ সরকারি থেকে বেসরকারি সংস্থার অফিসগুলিতে আজ অঘোষিত বনধের চেহারা নিয়েছে৷ যে কোনও ধরনের সমস্যা দেখা দিলে বাসিন্দাদের মুম্বই পুলিশ অথবা হেল্প লাইনে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement