সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত গোটা উত্তর ভারত৷ হড়পা বান, ভূমিধসের জেরে ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা৷ এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জন৷ তার মধ্যে হিমাচলপ্রদেশে মারা গিয়েছেন ৮ জন৷ জম্মু-কাশ্মীরে ৭ জন, পাঞ্জাবে ৬ জনের প্রাণ কেড়েছে প্রাকৃতিক বিপর্যয়৷ হরিয়ানাতে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে৷
মান্ডি আইআইটির ৪৫ জন ছাত্রছাত্রী লাহুল-স্পিতিতে ট্রেকিংয়ে যান৷ প্রবল তুষারপাতের জেরে নিখোঁজ হয়ে যান ৩৫ জন৷ কিছুক্ষণ পর যদিও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর জানান, আইআইটি পড়ুয়ারা প্রত্যেকেই নিরাপদে রয়েছেন৷
Himachal Pradesh: 45 ppl including 35 IIT Roorkee students are missing in Lahul Spiti. Rajvir Singh, father of one of the students Ankit Bhati, said that they had gone for trekking to Hamta trekking pass in Kullu & were supposed to return to Manali, but now they’ve lost contact
— ANI (@ANI) September 24, 2018
কোকসার ক্যাম্প লাগোয়া এলাকাতেও অন্য একটি দলের আটজন নিখোঁজ হয়ে যান৷ তাঁরা যদিও নিরাপদে রয়েছেন৷ চাম্বা, কুলু, কাংরা, হামিপুর জেলায় বুধবার পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন৷
#UPDATE: The group of 8 travellers is safe at Koksar camp in Lahaul-Spiti district: SDM Keylong Amar Singh Negi https://t.co/hUPzCiRV4e
— ANI (@ANI) September 25, 2018
প্রাকৃতিক বিপর্যয়ে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে হিমাচল প্রদেশে৷ ভূমিধসের জেরে মান্ডি শহরের চণ্ডীগড়-মানালি এবং পাঠানকোট-চাম্বা জাতীয় সড়কে যানচলাচল বন্ধ রয়েছে৷ রবিবার রাতে হড়পা বানে মানালির কাছে বিয়াস নদীতে তলিয়ে যায় একটি গাড়ি৷ ওই গাড়িটিতে সেই সময় তিনজন যাত্রী ছিলেন৷ তাঁদের কারও খোঁজ পাওয়া যায়নি৷ মণিকরন উপত্যকায় ফুঁসছে পার্বতী নদী৷ দু’জন ওই নদীতেও তলিয়ে গিয়েছেন৷ এই ঘটনায় মারা গিয়েছে একটি শিশুও৷ কাংরা জেলার অবস্থাও একইরকম৷ পালামপুরের কাছে নদীতে ডুবে প্রাণ হারিয়েছেন একজন৷ উনাতে প্রবল বৃষ্টির জেরে কাঁচা বাড়ি চাপা পড়ে একজনের প্রাণহানি হয়েছে৷ বিপদসীমার উপর দিয়ে বইছে বিয়াস নদী৷ বেশীরভাগ এলাকাতেই জলের নিচে চলে গিয়েছে বহু বাড়ি৷ ঘরছাড়া একাধিক৷ দুর্গতদের উদ্ধারকাজ চলছে৷ স্থানীয় প্রশাসনের পাশাপাশি উদ্ধারে নেমেছে সেনা৷ চপারের সাহায্যে দুর্গতদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে৷
গত দু’দিন ধরে অনবরত বৃষ্টি চলছে পাঞ্জাবে৷ অমৃতসর, কাপুরথালা ও জলন্ধর মিলিয়ে মোট ৬ জনের মৃত্যু হয়েছে৷ প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছে মাত্র আট মাসের এক শিশুও৷ সদ্য সন্তানহারা ওই পরিবারকে ৫০ হাজার টাকা সাহায্যের আশ্বাস দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং৷ গোটা রাজ্যেই জারি রয়েছে লাল সতর্কতা৷ যুদ্ধকালীন তৎপরতায় দুর্গতদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে৷ প্রবল বৃষ্টিতে বাড়ি ধসে জম্মু-কাশ্মীরের ডোডায় পাঁচজনের মৃত্যু হয়েছে৷ কাঠুয়ায় মারা গিয়েছেন আরও দুজন৷ এছাড়াও নদীতে তলিয়ে গিয়ে প্রাণহানির সংখ্যা ক্রমশই বাড়ছে৷
#JammuAndKashmir: 5 members of a family died after being buried under the debris of their house which collapsed in a landslide triggered due to heavy rainfall in Doda’s Gandoh y’day. District admn has announced Rs 4 Lakh each as ex-gratia to the next of the kin of the deceased.’ pic.twitter.com/RmnYNbx2ZU
— ANI (@ANI) September 24, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.